Home » দেব-রুক্মিণী পাকাপাকি মুম্বই যাচ্ছেন? বলিউডে কেরিয়ারের নতুন ইনিংস শুরুর জল্পনা
দেব ও রুক্মিণী মৈত্র এবার স্থায়ীভাবে মুম্বইতে থাকার পরিকল্পনায় এগোচ্ছেন। বলিউডে কাজের চাপ ও ভবিষ্যৎ কেরিয়ারের দিক চিন্তা করেই ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত। দেবের কথায়, “মাসে অন্তত দশদিন মুম্বইতে থাকতে হয়”।
Table of Contents
Share Our Blog :
Facebook
WhatsApp
দেব ও রুক্মিণী কি এবার বলিউডের মঞ্চে? মুম্বইয়ে ফ্ল্যাট কেনার পরিকল্পনায় জোরকদমে এগোচ্ছেন এই জুটি, যা ইঙ্গিত দিচ্ছে কেরিয়ারে এক নতুন মোড়ের।
টলিউডের পাওয়ার কাপল দেব ও রুক্মিণী মৈত্র একাধিকবার তাঁদের সম্পর্ক, কেরিয়ার এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। তবে এইবার তাঁরা যা জানালেন, তাতে শুধু বাংলা নয়, সমগ্র ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁদের দিকে তাকিয়ে থাকবে বলেই মনে করছেন অনেকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দেব জানিয়েছেন, তিনি এবং রুক্মিণী মুম্বইতে একটি ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন। কারণ, মাসে অন্তত দশদিন তাঁকে কাজের প্রয়োজনে মুম্বইতে থাকতে হচ্ছে। সিনেমার টেকনিক্যাল দিক, মিউজিক রাইটস থেকে শুরু করে পোস্ট প্রোডাকশন—সব কিছুতেই এখন মুম্বইকেন্দ্রিক হয়ে উঠছে দেবের কাজ।
“রঘু ডাকাত”-এর মতো ছবির ‘ডলবি অ্যাটমস’ সাউন্ড ডিজাইন, ‘প্রজাপতি ২’-এর মিউজিক মিক্সিং—সবই হচ্ছে মুম্বইতে। ফলে হোটেল খরচ এড়াতে ফ্ল্যাট কেনার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তাঁর কথায়,
“গত বারো বছর ধরে রুক্মিণীর সঙ্গে সম্পর্কে আছি, কিন্তু কখনও সেটা নিয়ে খোলাখুলি বলিনি। আজ বলার দরকারই বা কী? ইন্ডাস্ট্রি যা খুশি বলতেই পারে, তাতে আমি আর কৈফিয়ত দিই না।”
তবে শুধু দেবই নয়, রুক্মিণী নিজেও বলিউডে নিজের জায়গা গড়ার চেষ্টায় বেশ কিছুদিন ধরেই মুম্বইয়ে সময় কাটাচ্ছেন। দেবের মতে,
“রুক্মিণী অনেকদিন ধরেই মুম্বইয়ে অডিশন, মিটিং করছে। তবে একা একা সাহস পাচ্ছিল না। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গে থাকব। ওর মধ্যে প্যান-ইন্ডিয়া নায়িকার সমস্ত গুণ আছে।”
প্রসঙ্গত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, যিশু সেনগুপ্ত, টোটা রায়চৌধুরি ইতিমধ্যেই বলিউডে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন। এবার সেই তালিকায় নাম লেখানোর প্রস্তুতিতে দেব-রুক্মিণীও।
জুলাই ও অগস্টে তিনটি নির্দিষ্ট দিনে পৃথিবীর আহ্নিক গতি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস বিজ্ঞানীদের। এর জেরে দিনের দৈর্ঘ্য কমে যেতে পারে মিলিসেকেন্ডের হিসেবে। সময়ের হিসাবেও দেখা দিতে পারে সূক্ষ্ম পরিবর্তন। কীভাবে ঘটছে এই পরিবর্তন? কী প্রভাব পড়তে পারে ভবিষ্যতে? জেনে নিন বিস্তারিত।
Vivek Ranjan Agnihotri Unveils Powerful Promo for The Bengal Files ‘Never Again USA Tour’ | Premiere Dates Announced Renowned Indian filmmaker Vivek Ranjan Agnihotri, best
আসছে জি বাংলার নতুন মেগা ধারাবাহিক ‘দাদামণি’। ভাইবোনের সম্পর্ক, স্বপ্ন ও সামাজিক পরিবর্তনের কাহিনি নিয়ে শুরু হচ্ছে এই আবেগঘন সিরিয়াল। প্রধান চরিত্রে প্রতীক সেন ও অনুশকা চক্রবর্তী। দেখুন ৭ জুলাই থেকে প্রতিদিন রাত ৮:৩০টায়, শুধু জি বাংলায়।
২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় নিজের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। দিল্লি হাই কোর্ট সেই আর্জি খারিজ করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানায়, অভিনেত্রী সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে একাধিক দামি উপহার গ্রহণ করেছিলে