দীর্ঘ প্রতীক্ষার পর দিঘার বুকে প্রথমবার গড়াতে চলেছে জগন্নাথদেবের রথ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই থাকবেন এই মহোৎসবের সূচনায়। গত ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকেই সৈকত শহর পর্যটকদের ভিড়ে উপচে পড়ছে। এবার সেই মন্দির ঘিরেই রাজ্যের ইতিহাসে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়—দিঘার প্রথম রথযাত্রা।
/indian-express-bangla/media/media_files/2025/06/14/xE5X5zyEgQntsMNRblY7.jpg)
আগে পরিকল্পনা ছিল, রথের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিঘায় পৌঁছবেন মুখ্যমন্ত্রী। তবে পরিস্থিতির গুরুত্ব ও প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে বুধবারই তিনি দিঘায় হাজির হন। পথে কাঁথিতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, মারিশদা থানায় গিয়ে বৈঠকও করেন পুলিশ আধিকারিকদের সঙ্গে।

রথযাত্রাকে ঘিরে প্রশাসন এখন চূড়ান্ত ব্যস্ততায়। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার নিজে দিঘা পরিদর্শন করে গেছেন। মন্দির চত্বর থেকে রথের রুট পর্যন্ত সিসিটিভি, চারটি ওয়াচ টাওয়ার, ভিড় সামাল দিতে রশি—সবই প্রস্তুত। আয়োজকরা জানিয়েছেন, অন্তত ২ লক্ষ পুণ্যার্থীর আগমন প্রত্যাশিত।

পুরীর আদলে দিঘাতেও রথ টানার আগে ‘সোনার ঝাঁটা’ দিয়ে রাস্তা ঝাঁট দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ব্যক্তিগত তহবিল থেকে ৫ লক্ষ ১ টাকা দান করে সোনার ঝাঁটা কিনে দিয়েছেন এবং রথযাত্রার দিন তিনি নিজে ঝাঁট দেবেন বলে খবর।
রথ চলবে মন্দিরের দক্ষিণ গেট দিয়ে, ১১৬-বি জাতীয় সড়ক ধরে প্রায় ১ কিমি দূরে অবস্থিত ‘মাসির বাড়ি’ পর্যন্ত। রথের রুটে সামান্য পরিবর্তন আনা হয়েছে বাঁক সংক্রান্ত সমস্যার কারণে।
নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নিজেই খতিয়ে দেখছেন প্রশাসনিক প্রস্তুতি। মন্দির পরিদর্শনে না গেলেও গোটা দিঘা এখন তাঁর সফর ঘিরে সুরক্ষিত। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা স্টেশন পর্যন্ত রাস্তার দুইধারে ব্যারিকেড বসানো হয়েছে, যান চলাচল নিয়ন্ত্রিত।
রথযাত্রাকে কেন্দ্র করে দিঘা এখন ভক্তি, ভিড় ও নিরাপত্তার এক অপূর্ব মিলনস্থল।