প্রথমবারের মতো দিঘা জগন্নাথ মন্দিরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী স্নানযাত্রা উৎসব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো ঘরের ফল—আম ও কাঁঠাল দিয়ে সাজানো হল পূজার ভোগ। ভক্তদের ঢল, মহাপ্রসাদের সুব্যবস্থা এবং আগত রথযাত্রার প্রস্তুতি—সব মিলিয়ে বঙ্গের নতুন তীর্থক্ষেত্রে ধর্মীয় আবহ ছড়িয়ে পড়েছে।
🌼 কী হল স্নানযাত্রায়?

১১ জুন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির ছিল সাধারণের জন্য উন্মুক্ত। শ্রী জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মহাস্নান করা হয় ১০৮ পবিত্র তীর্থজল, পঞ্চামৃত এবং বিভিন্ন ফলের রসে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হল রথযাত্রা উৎসবের।
📌 ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দেবতারা “জ্বরগ্রস্ত” থাকবেন বলে গর্ভগৃহ দর্শন বন্ধ থাকবে। ২৬ জুন থেকে আবার মন্দির খুলবে।
🍈 মমতা বন্দ্যোপাধ্যায়ের পূজার্ঘ্য

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা জগন্নাথ মন্দিরে ব্যক্তিগতভাবে আম ও কাঁঠাল পাঠান ভোগের জন্য। এই অর্ঘ্য অন্তর্ভুক্ত করা হয় ছাপান্ন ভোগে, যা মহাপ্রসাদ রূপে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়।
🍛 মহাপ্রসাদ পৌঁছবে ঘরে ঘরে

মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে:
- প্রায় ৩০০ কেজি মহাপ্রসাদ বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে।
- রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্পের মাধ্যমে তা পৌঁছে যাবে বহু সাধারণ মানুষের ঘরে।
- যাঁরা এই প্রকল্পের আওতায় নেই, তাঁদের জন্য পৃথক ব্যবস্থা নেওয়া হয়েছে।
🛕 রথযাত্রার প্রস্তুতি

দিঘা শহরে এই প্রথম আয়োজন হতে চলেছে রথযাত্রা উৎসব। ২৭ জুন তিনটি রথ মন্দির পরিক্রমা করবে। প্রায় ১ কিমি পথ ধরে চলবে যাত্রা। মুখ্যমন্ত্রী নিজে এই রথযাত্রার সূচনা করতে পারেন বলে খবর।
দিঘা এখন আর শুধু সৈকতের শহর নয়। রাজ্য সরকারের উদ্যোগে এবং ভক্তদের অংশগ্রহণে তা হয়ে উঠছে এক নতুন ধর্মতীর্থ। স্নানযাত্রা দিয়ে সূচনা, রথযাত্রা দিয়ে গৌরব—এই উৎসব শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক পুনর্জাগরণও বটে।
দিঘায় জগন্নাথদেবের পুণ্যস্নান ✨🙏🏻#snanyatra #rathyatra #DighaJagannathTemple #JagannathDham pic.twitter.com/i03O0jTBjg
— Banglar Gorbo Mamata (@BanglarGorboMB) June 11, 2025