দিল্লি থেকে দিলীপ ঘোষের বার্তা: দল ছাড়ছি না, তবে উপেক্ষার অভিমান আছে! মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই বলেই প্রশংসা করেছি!

বিজেপির অন্দরে দীর্ঘদিন ধরে চলা গুঞ্জন অবশেষে নিজেই থামালেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সম্প্রতি দিল্লিতে শিবপ্রকাশের সঙ্গে বৈঠকের পরে স্পষ্ট জানিয়ে দিলেন, “আমি দল ছাড়ছি না। যে পার্টি আমাকে গড়ে তুলেছে, তাকে কেন ছেড়ে যাব?”
তবে তাঁর কথাতেই উঠে এল দীর্ঘদিনের অভিমান। দিলীপের অভিযোগ, পার্টির মিটিংয়ে তাঁকে চেয়ার দেওয়া হত না, সাংগঠনিক বৈঠকে ডাক পেতেন না, স্থানীয় কর্মীরাও সহযোগিতা করতেন না। বললেন, “আমি তো দল ছাড়িনি, কিন্তু কেউ কেউ আমায় দলছাড়া করতে চেয়েছিল।”

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর সদয় মন্তব্যও দলবদলের জল্পনায় ঘি ঢেলেছিল। তবে দিলীপ স্পষ্ট করে দিয়েছেন—প্রশংসা মানেই দলবদল নয়। বরং বলেন, “যাঁরা মমতাকে নিয়ে বড় বড় কথা বলেন, তাঁদের নামে কেস আছে। কিন্তু মমতার বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই। আমি শুধু সত্যিটাই বলেছি।”
দলবদল সংক্রান্ত জল্পনা প্রসঙ্গে তিনি বলেন, “সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমি বিজেপির অনুগত সৈনিক, অভিমান আছে ঠিকই, কিন্তু দল ছাড়ার কোনও প্রশ্ন নেই।”

শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকে বিঁধে দিলীপ বলেন, “এক-দুজন চেষ্টা করেছে আমায় দলছাড়া করতে। আর লোকসভায় মেদিনীপুর থেকে সরিয়ে দুর্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত—সেটাও ভুল ছিল।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মন্তব্যের নিশানায় সরাসরি শুভেন্দুই। যদিও দিলীপ নাম নেননি, কিন্তু তাঁর কথাতেই বুঝিয়ে দিয়েছেন দলীয় অন্তঃকলহ এখনও প্রবল।