প্রতিবেদক: The Indian Chronicles ডিজিটাল ডেস্ক | কলকাতা | জুলাই ২০২৫
পুজোর হাওয়া বইছে শহরের অলিতে-গলিতে। কাঁসর-ঘণ্টার আওয়াজ এখনও না শোনা গেলেও, বাজারে ফ্যাশনের ঢেউ পৌঁছে গেছে বেশ কয়েক মাস আগেই। দুর্গাপুজো ২০২৫-এর ট্রেন্ড কিন্তু এবার একেবারে ভিন্ন ধাঁচের। রেট্রো-রিটার্ন থেকে শুরু করে সাস্টেইনেবিলিটি—স্টাইলের দুনিয়ায় যেন ঘটছে এক ‘ফ্যাশন পুনর্জন্ম’।
নিচে দেখে নেওয়া যাক এবারের পুজোর জন্য কোন কোন ফ্যাশন ট্রেন্ড ইতিমধ্যেই রাজত্ব করছে শহর কলকাতা এবং বাঙালি ফ্যাশনপ্রেমী মহলে।
নারীদের ফ্যাশন ট্রেন্ড:

১. রেট্রো শাড়ির রাজত্ব
পুরনো ফিরে এসেছে নতুন ছাঁটে। ধুপিয়ান, বালুচরি, ধনেখালি, কিংবা হ্যান্ডপ্রিন্ট শাড়ি—সবই আবার জনপ্রিয়। ব্লাউজে নতুনত্ব এনেছে জ্যাকেট-কাট বা স্লিভলেস ডিজাইন।

২. ফিউশন স্টাইলের ছোঁয়া
শাড়ির উপর বেল্ট, বা শার্ট ব্লাউজের সঙ্গে শাড়ি। কুর্তি-প্যালাজ্জো বা ধুতি-প্যান্ট কম্বো—পশ্চিমা স্টাইল ও ভারতীয় ঐতিহ্যের সংমিশ্রণ এবারের ইউএসপি।


৩. সাস্টেইনেবল স্টাইল স্টেটমেন্ট
সোশ্যাল মিডিয়ায় উঠছে “Slow Fashion” হ্যাশট্যাগ। হ্যান্ডলুম বা স্থানীয় বয়নশিল্পীদের তৈরি পোশাকই হয়ে উঠছে স্মার্ট চয়েস।


৪. কালার প্যালেট
Burnt Orange, Indigo Blue, Pastel Mint, Rust Red আর Mustard Yellow—এই রঙেই মাতছে শহরের ফ্যাশন।
৫. অক্সিডাইজড গয়নার জৌলুস
নাকের বড় নথ, টেরাকোটা চোকার আর হাতে বোনা ব্যাগ—ফোক আর ট্র্যাডিশনের নিখুঁত মেলবন্ধন।
পুরুষদের ফ্যাশন ফ্লেভার:


১. পাঞ্জাবির রূপান্তর
Cotton ও Silk পাঞ্জাবি-তে জ্যামদানি প্যাটার্ন, ব্লক প্রিন্ট বা মিররওয়ার্ক ট্রেন্ডে। তার ওপর লেয়ার হচ্ছে হালকা নেহরু কোট।


২. ধুতি + ওয়েস্টার্ন টাচ
ধুতি এখন শুধুই ট্র্যাডিশনাল নয়, ধুতি-স্টাইল জগার বা ট্রাউজার এবার জনপ্রিয়। সাথে কনটেম্পোরারি পাঞ্জাবি।


৩. স্নিকার্সের সাথে ট্র্যাডিশন
ধুতি-পাঞ্জাবির সঙ্গে স্নিকার্স—স্টাইলও, কমফর্টও।

৪. কালারের নতুন সংজ্ঞা
Ivory White, Olive Green, Powder Blue, Maroon—এই রঙগুলোতেই থাকছে ছেলেদের পুজোর আউটফিট।

বাচ্চাদের ফ্যাশন ঝলক:
- মিনি শাড়ি, লেহেঙ্গা-চোলি বা পাঞ্জাবি-কুর্তি সেটে কার্টুন ব্লকপ্রিন্ট বা পটচিত্রের ছোঁয়া।
- মাখনচুরি রঙে সাজানো থাকছে কিডস আউটফিট।
এক্সট্রা ট্রেন্ডস:
- থিম ড্রেস কোড: বন্ধুদের সঙ্গে ম্যাচিং থিমে ড্রেস-আপ।
- রিলস ফ্যাশন: সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য আলাদা আউটফিট।
ফ্যাশন মানেই নিজেকে প্রকাশ করার এক দুর্দান্ত মাধ্যম। এবারের দুর্গাপুজোতেও স্টাইলের সেই স্বাধীনতাই উঠে আসছে নানা রূপে—পুরনো-নতুনের মেলবন্ধনে, কমফর্ট-চকচকে স্টাইলের টানাপোড়েনে। সাজুন নিজের মতো, কারণ ট্রেন্ড বদলায়, কিন্তু স্বকীয়তা থেকেই যায় চিরন্তন!