দুর্গাপুজো ২০২৫ শুরু হতে আর

Days
Hours
Minutes
Seconds

দুর্গাপুজো ২০২৫ শুরু হতে আর

Days
Hours
Minutes
Seconds
Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)
Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

দুর্গাপুজো ২০২৫ ফ্যাশন ট্রেন্ড: প্যান্ডেল-হপিং-এ নজর কাড়বে যে লুক

দুর্গাপুজো ২০২৫-এর ফ্যাশন ট্রেন্ডে রেট্রো শাড়ি, ফিউশন ওয়্যার, সাস্টেইনেবল পোশাক, ও পুরুষদের ধুতি-স্নিকার্স কম্বো—চোখ ধাঁধানো সাজের রঙিন দুনিয়া।

Table of Contents

Share Our Blog :

Facebook
WhatsApp
দুর্গাপুজো ২০২৫ ফ্যাশন ট্রেন্ড: প্যান্ডেল-হপিং-এ নজর কাড়বে যে লুক

প্রতিবেদক: The Indian Chronicles ডিজিটাল ডেস্ক | কলকাতা | জুলাই ২০২৫

পুজোর হাওয়া বইছে শহরের অলিতে-গলিতে। কাঁসর-ঘণ্টার আওয়াজ এখনও না শোনা গেলেও, বাজারে ফ্যাশনের ঢেউ পৌঁছে গেছে বেশ কয়েক মাস আগেই। দুর্গাপুজো ২০২৫-এর ট্রেন্ড কিন্তু এবার একেবারে ভিন্ন ধাঁচের। রেট্রো-রিটার্ন থেকে শুরু করে সাস্টেইনেবিলিটি—স্টাইলের দুনিয়ায় যেন ঘটছে এক ‘ফ্যাশন পুনর্জন্ম’।

নিচে দেখে নেওয়া যাক এবারের পুজোর জন্য কোন কোন ফ্যাশন ট্রেন্ড ইতিমধ্যেই রাজত্ব করছে শহর কলকাতা এবং বাঙালি ফ্যাশনপ্রেমী মহলে।


নারীদের ফ্যাশন ট্রেন্ড:

দুর্গাপুজো ২০২৫ ফ্যাশন ট্রেন্ড: প্যান্ডেল-হপিং-এ নজর কাড়বে যে লুক

১. রেট্রো শাড়ির রাজত্ব

পুরনো ফিরে এসেছে নতুন ছাঁটে। ধুপিয়ান, বালুচরি, ধনেখালি, কিংবা হ্যান্ডপ্রিন্ট শাড়ি—সবই আবার জনপ্রিয়। ব্লাউজে নতুনত্ব এনেছে জ্যাকেট-কাট বা স্লিভলেস ডিজাইন।

দুর্গাপুজো ২০২৫ ফ্যাশন ট্রেন্ড: প্যান্ডেল-হপিং-এ নজর কাড়বে যে লুক

২. ফিউশন স্টাইলের ছোঁয়া

শাড়ির উপর বেল্ট, বা শার্ট ব্লাউজের সঙ্গে শাড়ি। কুর্তি-প্যালাজ্জো বা ধুতি-প্যান্ট কম্বো—পশ্চিমা স্টাইল ও ভারতীয় ঐতিহ্যের সংমিশ্রণ এবারের ইউএসপি।

৩. সাস্টেইনেবল স্টাইল স্টেটমেন্ট

সোশ্যাল মিডিয়ায় উঠছে “Slow Fashion” হ্যাশট্যাগ। হ্যান্ডলুম বা স্থানীয় বয়নশিল্পীদের তৈরি পোশাকই হয়ে উঠছে স্মার্ট চয়েস।

৪. কালার প্যালেট

Burnt Orange, Indigo Blue, Pastel Mint, Rust Red আর Mustard Yellow—এই রঙেই মাতছে শহরের ফ্যাশন।

দুর্গাপুজো ২০২৫ ফ্যাশন ট্রেন্ড: প্যান্ডেল-হপিং-এ নজর কাড়বে যে লুক

৫. অক্সিডাইজড গয়নার জৌলুস

নাকের বড় নথ, টেরাকোটা চোকার আর হাতে বোনা ব্যাগ—ফোক আর ট্র্যাডিশনের নিখুঁত মেলবন্ধন।


পুরুষদের ফ্যাশন ফ্লেভার:

১. পাঞ্জাবির রূপান্তর

Cotton ও Silk পাঞ্জাবি-তে জ্যামদানি প্যাটার্ন, ব্লক প্রিন্ট বা মিররওয়ার্ক ট্রেন্ডে। তার ওপর লেয়ার হচ্ছে হালকা নেহরু কোট।

২. ধুতি + ওয়েস্টার্ন টাচ

ধুতি এখন শুধুই ট্র্যাডিশনাল নয়, ধুতি-স্টাইল জগার বা ট্রাউজার এবার জনপ্রিয়। সাথে কনটেম্পোরারি পাঞ্জাবি।

৩. স্নিকার্সের সাথে ট্র্যাডিশন

ধুতি-পাঞ্জাবির সঙ্গে স্নিকার্স—স্টাইলও, কমফর্টও।

দুর্গাপুজো ২০২৫ ফ্যাশন ট্রেন্ড: প্যান্ডেল-হপিং-এ নজর কাড়বে যে লুক

৪. কালারের নতুন সংজ্ঞা

Ivory White, Olive Green, Powder Blue, Maroon—এই রঙগুলোতেই থাকছে ছেলেদের পুজোর আউটফিট।


বাচ্চাদের ফ্যাশন ঝলক:

  • মিনি শাড়ি, লেহেঙ্গা-চোলি বা পাঞ্জাবি-কুর্তি সেটে কার্টুন ব্লকপ্রিন্ট বা পটচিত্রের ছোঁয়া।
  • মাখনচুরি রঙে সাজানো থাকছে কিডস আউটফিট।

এক্সট্রা ট্রেন্ডস:

  • থিম ড্রেস কোড: বন্ধুদের সঙ্গে ম্যাচিং থিমে ড্রেস-আপ।
  • রিলস ফ্যাশন: সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য আলাদা আউটফিট।

ফ্যাশন মানেই নিজেকে প্রকাশ করার এক দুর্দান্ত মাধ্যম। এবারের দুর্গাপুজোতেও স্টাইলের সেই স্বাধীনতাই উঠে আসছে নানা রূপে—পুরনো-নতুনের মেলবন্ধনে, কমফর্ট-চকচকে স্টাইলের টানাপোড়েনে। সাজুন নিজের মতো, কারণ ট্রেন্ড বদলায়, কিন্তু স্বকীয়তা থেকেই যায় চিরন্তন!

More Related Articles

কলকাতা: ইতিহাস, সংস্কৃতি ও বিস্ময়ে মোড়া এক শহরের অজানা কাহিনি
সম্পাদকীয়
কলকাতা: ইতিহাস, সংস্কৃতি ও বিস্ময়ে মোড়া এক শহরের অজানা কাহিনি

ভারতের একমাত্র ট্রামচালিত শহর, নোবেলজয়ীদের জন্মভূমি, রসগোল্লা-বিরিয়ানির স্বর্গ এবং বাঙালির প্রাণের শহর—এই প্রতিবেদন কলকাতার এমন কিছু অজানা দিক তুলে ধরছে যা মুগ্ধ করবে ইতিহাসপ্রেমী থেকে শুরু করে খাদ্যরসিক, সাহিত্যপ্রেমী থেকে প্রকৃতিপ্রেমী সবাইকে।

Read More »
সংবাদ ও রাজনীতি
প্রতিবাদে সাম্য ও প্রতিবিম্ব: কেন্দ্রের ‘গোপন বিজ্ঞপ্তি’র বিরুদ্ধে পথে মমতা, সর্বধর্ম সমন্বয়ের বার্তা তৃণমূলের

কেন্দ্রের ‘গোপন বিজ্ঞপ্তি’ ঘিরে ফের রাজনীতির উত্তাপ। বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর ‘বাংলাদেশি’ তকমা দিয়ে অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের অগ্রভাগে থাকলেন বৌদ্ধ সন্ন্যাসী ও মুসলিম মৌলবী— এক সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিলেন নেত্রী।

Read More »
সিঙাড়া-জিলিপি নিয়ে সতর্কীকরণ নয়, খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবে না রাজ্য: সাফ বার্তা মুখ্যমন্ত্রীর
সংবাদ ও রাজনীতি
সিঙাড়া-জিলিপি নিয়ে সতর্কীকরণ নয়, খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করবে না রাজ্য: সাফ বার্তা মুখ্যমন্ত্রীর

সিঙাড়া-জিলিপি খাওয়ায় নিষেধাজ্ঞা নয়, বরং কেন্দ্রীয় নির্দেশিকার বিরুদ্ধে রুখে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, রাজ্যে মানুষের খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা হবে না। ‘ভোজনরসিক বাঙালির সংস্কৃতি’কে সম্মান জানাতে এটাই সঠিক পদক্ষেপ বলেই মনে করছে বাংলা।

Read More »
ওয়েব সিরিজ পঞ্চায়েতে আসিফ খানের চরিত্রের দৃশ্য
বিশেষ খবর
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ‘পঞ্চায়েত’ খ্যাত অভিনেতা আসিফ খান

পঞ্চায়েত অভিনেতা আসিফ খান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। জেনে নিন তার স্বাস্থ্য অবস্থা ও কী ঘটেছিল।

Read More »
রবি তেজার পিতা প্রয়াত হওয়ার পর অভিনেতার শোকাহত ছবি
বিশেষ খবর
রবি তেজার পিতার প্রয়াণ: পরিবারে নেমেছে গভীর শোক

জনপ্রিয় দক্ষিণী অভিনেতা রবি তেজার পিতা রাজ গোপাল রাজু প্রয়াত। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ চলচ্চিত্র মহল ও অনুরাগীরা।

Read More »
সদ্যজাত কন্যাকে নিয়ে হাসিমুখে সিদ্ধার্থ ও কিয়ারা
বিনোদন জগত
বাবা-মা হলেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণী, কন্যাসন্তানের আগমনে উচ্ছ্বাস বলিউডে

বলিউড তারকা সিদ্ধার্থ ও কিয়ারা হলেন বাবা-মা। নবজাত কন্যার আগমনে আনন্দে মেতেছে বলিউড।

Read More »
error: Content is protected !!