✍️ প্রতিবেদনঃ
দ্য ইন্ডিয়ান ক্রনিকলস | ৩১ জুলাই ২০২৫ | কলকাতা
✍️ প্রতিবেদক: অনিন্দ্য রায়
দুর্গাপুজোর আবহে যখন শহরের প্রতিটি অলিগলি সেজে উঠছে আলো ও সৃষ্টির রঙে, তখনই এক অভিনব ঘোষণায় নজর কাড়ল উত্তর কলকাতার ঐতিহ্যবাহী টালা প্রত্যয়। একশো বছরের এই প্রাচীন পুজো এবার পেল এক বিরল সম্মান—এর থিমের নামকরণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। আর সেই নাম—‘বীজ অঙ্গন’—শুধু শব্দ নয়, যেন ভবিষ্যতের সবুজ বাংলার প্রতিচ্ছবি।
‘সবুজরবে বাংলা’—কৌতূহলের শুরু এখানেই

শহরের আনাচে কানাচে গত কিছুদিন ধরেই এক পোস্টার ঘোরাফেরা করছিল। টিজারে লেখা—#সবুজরবেবাংলা। ছিল না কোনও ক্লাবের নাম, শিল্পীর নাম কিংবা থিমের ব্যাখ্যা। এই রহস্যই বাড়িয়েছিল জনমনে উত্তেজনা। কে করছে? কী এর পেছনের বার্তা?
এই প্রশ্নের উত্তর মিলল সম্প্রতি—যখন সামনে এল তথ্য, এই টিজার আসলে টালা প্রত্যয়ের শতবর্ষের থিমের অংশ। আর এই থিমের নাম দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী!
শিল্প ও রাজনীতির সম্মিলন—ভবতোষ সুতার ও মুখ্যমন্ত্রী

দুর্গাপুজোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোগ এখন আর নতুন নয়। তাঁর কলমে থিম সং, তাঁর হাতে মণ্ডপ উদ্বোধন, ইউনেস্কোর স্বীকৃতির নেপথ্যে ভূমিকা—সব মিলিয়ে বাংলা সংস্কৃতির সঙ্গে তিনি যেন একাকার। তবে এবার প্রথমবার তিনি কোনও পুজোর থিমশিল্পের নামকরণ করলেন।
প্রখ্যাত শিল্পী ভবতোষ সুতারের নিপুণ পরিকল্পনায় সাজছে এবারের টালা প্রত্যয়। সংবাদ প্রতিদিন ডিজিটাল-কে তিনি জানান, “মুখ্যমন্ত্রীর এই আগ্রহ, তাঁর এই সৃজনশীল অংশগ্রহণ সত্যিই অবাক করে। থিমের ভাবনাটা তিনি শুধু শুনলেনই না, নিজেই দিলেন নাম—‘বীজ অঙ্গন’। এই নামের মধ্যে একটা আশার বীজ রয়েছে, ভবিষ্যতের এক সবুজ পথচলার ইঙ্গিত।”
‘বীজ অঙ্গন’—শতবর্ষের শ্রদ্ধায় সবুজের বার্তা

টালা প্রত্যয়ের তরফে উদ্যোক্তা শুভ বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে গতবছর থেকেই পুজোর শতবর্ষ নিয়ে কথাবার্তা চলছিল। সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পী ও মুখ্যমন্ত্রীর সাক্ষাতে উঠে আসে এবারের পরিবেশকেন্দ্রিক থিম। তখনই নাম আসে—বীজ অঙ্গন। এই নামের মধ্য দিয়ে পুজো ও পরিবেশকে একই সূত্রে বাঁধার এক চমৎকার প্রয়াস।
গত মার্চে দোল উৎসবে ‘বীজগণিত’ নাম নিয়ে প্রথমবার থিম আভাস দিয়েছিল ক্লাব। এবার সেই ধারাবাহিকতাতেই ‘বীজ অঙ্গন’। যেন বাংলার মাটিতে শিল্প, পরিবেশ ও সংস্কৃতির এক সার্থক মিলন।
উদ্বোধনের অপেক্ষায় চোখ মুখ্যমন্ত্রীর দিকেই
টানা তিন বছর ধরে মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন টালা প্রত্যয়ের পুজো। এবারও তাঁকেই চাইছেন উদ্যোক্তারা। একদিকে শতবর্ষ, অন্যদিকে এমন এক বিরল সম্মান—যেখানে থিমের নামকরণই করলেন মুখ্যমন্ত্রী—এমন সুযোগ হয়তো বারবার আসে না।
বীজ অঙ্গন’ শুধু একটি থিম নয়, এটি একটি দর্শন। যেখানে শিল্পীর কল্পনা, মুখ্যমন্ত্রীর সৃজনশীলতা এবং পুজো কমিটির সচেতন বার্তা একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক নতুন দৃষ্টান্ত। শতবর্ষের টালা প্রত্যয় এবার শুধু উত্তর কলকাতার গর্ব নয়, সারা বাংলার আলোচনার কেন্দ্রবিন্দু।