The Indian Chronicles | ক্রীড়া প্রতিবেদন
📅 ১৪ জুলাই ২০২৫
✍️ প্রতিবেদক
ভারতীয় ফুটবলে যখন আইএসএল-এর ভবিষ্যৎ নিয়ে ঘোর অনিশ্চয়তা, তখন মরশুমের অনেক আগেই দল গোছানোর কাজে নেমে পড়েছে ঐতিহাসিক ক্লাব ইস্টবেঙ্গল। আর সেই প্রক্রিয়ায় এবার জোড়া চমক— জাতীয় দলের উইঙ্গার বিপিন সিং এবং মিজোরামের প্রতিভাবান ফুটবলার এডমুন্ড লালরিনডিকা যোগ দিচ্ছেন লাল-হলুদ শিবিরে।

✅ বিপিন সিং: মুম্বই থেকে লাল-হলুদে নতুন শুরু
কিছুদিন ধরেই জল্পনা ছিল, মুম্বই সিটি এফসি ছেড়ে বিপিন ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছেন। অবশেষে সেই জল্পনায় এদিন সিলমোহর পড়ল। ক্লাব সূত্রে জানানো হয়েছে, ৩০ বছর বয়সি বিপিন সিংকে দুই বছরের জন্য দলে নিয়েছে ইস্টবেঙ্গল।
দলের কোচ অস্কার ব্রুজোঁ ও ফুটবল ডিরেক্টর থাংবোই সিংতো-র তালিকায় শীর্ষে ছিলেন বিপিন। মুম্বইয়ের হয়ে সাত মরশুমে ১৫৮ ম্যাচে ২৮টি গোল করলেও, শেষ আইএসএলে মাত্র ১টি গোল করতে পেরেছেন। কিন্তু তাঁর অভিজ্ঞতা ও বহুমুখী স্কিল নিয়ে আশাবাদী লাল-হলুদের টিম ম্যানেজমেন্ট।
সিংতো বলেছেন,
“বিপিনের অভিজ্ঞতা ও গোল করার ক্ষমতা আমাদের আক্রমণে নতুন দিশা দেবে। ওর সৃজনশীলতা অমূল্য সম্পদ।”
কোচ ব্রুজোঁ-র কথায়,
“আন্তর্জাতিক স্তরে খেলার অভিজ্ঞতা থাকায় বিপিন আমাদের আক্রমণভাগে গতি ও বিকল্প এনে দেবে। গোল করার সমস্যায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।”
নিজের অনুভূতি জানিয়ে বিপিন বলেন,
“ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী ক্লাবে যোগ দিতে পেরে গর্বিত। ডার্বি ও ট্রফি জয়ের লক্ষ্যে আমি ১০০% দিতে প্রস্তুত।”

✅ এডমুন্ড লালরিনডিকা: প্রত্যাবর্তনে নতুন সম্ভাবনা
একই দিনে তিন বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে ফেরেন এডমুন্ড লালরিনডিকা। এর আগেও ২০১৯-২০ মরশুমে বেঙ্গালুরু এফসি থেকে লোনে লাল-হলুদ জার্সি গায়ে চাপিয়েছিলেন। সেবার ডার্বি ম্যাচে অভিষেকেই মোহনবাগানের বিরুদ্ধে অ্যাসিস্ট করে নজর কাড়লেও, চোট তাঁর কেরিয়ারে ছন্দ কাটায়।
পাঁচ বছর পর ফিরেছেন অনেক বেশি অভিজ্ঞ হয়ে। ইন্টার কাশির হয়ে গত আই-লিগে ২৪ ম্যাচে ৪ গোল ও ৬ অ্যাসিস্ট করেছেন তিনি। শেষ দু’টি আই-লিগে তাঁর মোট পরিসংখ্যান— ৮ গোল ও ১৩ অ্যাসিস্ট। পাশাপাশি, কুয়েতের বিরুদ্ধে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে তাঁর।
উইঙ্গার ও অ্যাটাকিং মিডফিল্ডার, দুই ভূমিকাতেই সাবলীল ২৬ বছরের এই ফুটবলার লাল-হলুদের আক্রমণভাগে গতিময়তা আনবেন বলেই আশাবাদী ক্লাব কর্তারা।
🎯 সিদ্ধান্তের তাৎপর্য ও ভবিষ্যৎ পরিকল্পনা
গত কয়েক বছরে একাধিক বড় নাম দলে থাকলেও সাফল্যের মুখ দেখেনি ইস্টবেঙ্গল। এই মরশুমে দল নির্বাচন ও পরিকল্পনায় স্পষ্ট বদল এনেছে ক্লাব। কোচ ব্রুজোঁ ও সিংতো-র নেতৃত্বে এখন লক্ষ্য একটাই— ট্রফি ও ডার্বি জয়।
বিপিন ও এডমুন্ডের আগমন সেই লক্ষ্যপূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।