কলকাতা: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় পরিচালক হরনাথ চক্রবর্তী সম্প্রতি এক দুঃখজনক ঘটনার সম্মুখীন হয়েছেন। তার স্ত্রী দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করার পর সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। তবে এই শোক কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর গুজব— তিনি নিজেই প্রয়াত! এই খবরে তিনি যেমন হতবাক, তেমনই ক্ষুব্ধও হয়েছেন।
“এটা কোন ধরণের অমানবিকতা?”
নিজের মৃত্যুর মিথ্যা খবর দেখে চরম বিরক্ত হন প্রবীণ এই পরিচালক। তিনি বলেন, “মানুষ এতটা সংবেদনশীলতা হারিয়ে ফেলেছে? আমার স্ত্রী মাত্রই মারা গেলেন, তার শোক কাটানোর সময় পাচ্ছি না, এর মধ্যেই আমার মৃত্যুর গুজব! মানুষ বিন্দুমাত্র চিন্তাও করে না, এই ধরনের গুজব একজনের পরিবারকে কতটা আঘাত করতে পারে!”
হরনাথবাবু আরও জানান, “আমার বহু পরিচিত মানুষ ফোন করে কেঁদে ফেলেছেন, সত্যতা জানতে চাইছেন। কেউ যাচাই না করেই সোশ্যাল মিডিয়ায় যা খুশি শেয়ার করে দিচ্ছে, এটা ভয়ানক প্রবণতা।”
সোশ্যাল মিডিয়ায় গুজবের বিরুদ্ধে কড়া বার্তা
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর প্রবণতা ভয়ানক আকার ধারণ করেছে। এর বিরুদ্ধে হরনাথ চক্রবর্তী কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “এই ধরনের ভুয়া খবর ছড়ানোর আগে মানুষ একবারও ভাবে না, এটি পরিবারের জন্য কতটা মানসিক যন্ত্রণার কারণ হতে পারে? এগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া দরকার।”
তিনি সকলকে অনুরোধ করে বলেন, “যে কোনও তথ্য বিশ্বাস করার আগে যাচাই করুন। সোশ্যাল মিডিয়ার অপব্যবহার বন্ধ করা দরকার।”
গুজবে নয়, সম্মানে বাঁচুক বাংলা চলচ্চিত্রের কিংবদন্তিরা
হরনাথ চক্রবর্তী বাংলা সিনেমার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম। ‘সাথী’, ‘নবাব’, ‘চ্যালেঞ্জ’, ‘সুর্যবংশী’-এর মতো সুপারহিট সিনেমা পরিচালনা করেছেন তিনি। এমন একজন গুণী পরিচালকের নামে মিথ্যা গুজব রটানো শুধু লজ্জাজনক নয়, বরং অপসংস্কৃতিরই প্রতিফলন।
বাংলা সিনেমার দর্শক ও অনুরাগীরা চাইছেন, ভবিষ্যতে যেন এমন মিথ্যে গুজব বন্ধ হয় এবং গুণী মানুষদের সম্মান অক্ষুণ্ণ থাকে।