কলকাতা, ২৫ জুলাই:
দুপুর গড়াতেই তীব্র বৃষ্টির সতর্কতা! মাত্র ৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বহু জেলায় ভয়াবহ বৃষ্টি নামার সম্ভাবনা। হাওয়া অফিস জারি করেছে কমলা সতর্কতা (Orange Alert)। সম্ভাব্য ক্লাউডবার্স্টের মতো পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর।

দুপুর ১টা ৫০ মিনিটে প্রকাশিত হাওয়া অফিসের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, হুগলি, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া ক্যানিং থেকে মাত্র ৬০ কিমি দূরে অবস্থান করছে ভয়াল নিম্নচাপ বলয়টি। এটি বর্তমানে কলকাতার একেবারে দক্ষিণে, ১০০ কিমি দূরে, বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে। ঘণ্টায় ১৩ কিমি গতিতে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে বলয়টি।

কোন কোন জেলায় সতর্কতা?
- অরেঞ্জ অ্যালার্ট (কমলা সতর্কতা): হুগলি, হাওড়া, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা
- গভীর নিম্নচাপের প্রভাব পড়বে: কলকাতা, পূর্ব মেদিনীপুর, সুন্দরবন, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, দার্জিলিং, কার্সিয়াং
- বাংলাদেশ এবং ওড়িশার উপকূলেও প্রবল প্রভাব পড়ার সম্ভাবনা

জেলায় জেলায় কী পরিস্থিতি?
- আরামবাগ: ভোর থেকে একটানা বৃষ্টি, শহরের বহু অংশে জল জমে সমস্যা
- ঝাড়গ্রাম: টানা বর্ষণে জনজীবন বিপর্যস্ত
- দার্জিলিং-কার্সিয়াং: পাহাড়ে ভয়ানক বৃষ্টি ও বজ্রপাত, স্কুল বন্ধ
- মেদিনীপুর: ভালুকখুনিয়ায় কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড গ্রাম, গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে
- পুরুলিয়া ও কোচবিহার: অবিরত বৃষ্টিপাত, রাস্তাঘাট ফাঁকা, চাষের ক্ষতি
আবহাওয়াবিদদের আশঙ্কা কী বলছে?
- পরবর্তী ২৪ ঘণ্টায় ঝড় আরও শক্তি বাড়িয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোবে
- ওড়িশা ও ঝাড়খণ্ডেও এর প্রভাব পড়তে চলেছে
- বাংলায় ফের নদী প্লাবনের সম্ভাবনা
- সব্জির ব্যাপক ক্ষতি, দাম হু-হু করে বাড়ছে
🟠 অরেঞ্জ অ্যালার্ট মানেই কী?
“Be prepared to take action” — অর্থাৎ প্রস্তুত থাকুন, যেকোনও সময়ে বিপদের মোকাবিলায় নামতে হতে পারে।