রথযাত্রা ভারতের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দির থেকে রথযাত্রার সূচনা হলেও এবার বাংলার দীঘাতে প্রথমবার আয়োজিত হতে চলেছে রাজ্য সরকার অনুমোদিত পূর্ণাঙ্গ রথযাত্রা অনুষ্ঠান। জেনে নিন রথযাত্রা ২০২৫-এর তারিখ, রীতি এবং দীঘার নতুন আয়োজনে কী থাকছে।

📅 রথযাত্রা ২০২৫-এর পূর্ণ সময়সূচি
তারিখ | আচার | বিশদ |
---|---|---|
১২ জুন | স্নান পূর্ণিমা | জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে ১০৮ কলস জল দিয়ে স্নান |
১৩–২৬ জুন | অনাবসর | দেবতারা বিশ্রামে থাকেন, মন্দিরে দর্শন বন্ধ |
২৬ জুন | গুণ্ডিচা মর্জনা | রথের গন্তব্য মন্দির পরিষ্কার |
২৭ জুন | রথযাত্রা | জগন্নাথদেবের রথ গুণ্ডিচা মন্দিরে রওনা |
১ জুলাই | হেরা পঞ্চমী | লক্ষ্মীদেবীর প্রতীকী অভিমান |
৪ জুলাই | বাহুড়া যাত্রা | দেবতারা পুরী মন্দিরে প্রত্যাবর্তন করেন |
৫ জুলাই | সুনা বেষ ও নীলাদ্রি বিজয় | সোনার অলঙ্কারে সাজিয়ে মন্দিরে প্রবেশ |
🌊 দীঘায় প্রথম সরকার অনুমোদিত রথযাত্রা
- দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে ৩০ এপ্রিল ২০২৫।
- ২৭ জুন দীঘায় হবে প্রথম সরকারী রথযাত্রা।
- উদ্বোধনে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- পর্যটন উন্নয়নের লক্ষ্যে থাকবে অতিরিক্ত ট্রেন, বাস ও হোটেল সুরক্ষা ব্যবস্থা।
🌍 আন্তর্জাতিক রথযাত্রা

- যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়ার বহু শহরে রথযাত্রা হয়।
- ২০২৫ সালে ফ্রেমন্ট, ডেনভার, নিউইয়র্ক প্রভৃতি শহরেও রথযাত্রা পালিত হবে।
- উৎসবটি এখন বৈশ্বিক ভক্তদের মিলনমেলা।
📲 আধুনিক প্রযুক্তিতে রথযাত্রা
- পুরীর রথযাত্রা উপলক্ষে চালু হয়েছে “Shree Jagannatha Dham” অ্যাপ।
- রথের লাইভ লোকেশন, ভিড়ের আপডেট, ট্র্যাফিক নির্দেশ পাওয়া যাবে এই অ্যাপে।
- দীঘাতেও মোবাইল নজরদারি ও লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হবে।
🙏 আধ্যাত্মিক গুরুত্ব
- বিশ্বাস করা হয়, রথযাত্রার দিনে রথ টানলে জীবনের পাপক্ষয় হয়।
- রথযাত্রা সকল জাতি-ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণের অধিকার নিশ্চিত করে।