The Indian Chronicles ডিজিটাল ডেস্ক:
দীর্ঘ ১৫ দিনের অবসর শেষে অবশেষে আগামী লক্ষ্মীবারে (বৃহস্পতিবার) নব সাজে ভক্তদের সামনে আবির্ভূত হবেন প্রভু জগন্নাথ। দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে ইতিমধ্যেই শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভোর থেকেই চলবে নেত্র উৎসব, প্রভুর দন্ত মাজার রীতি, নতুন সাজে রাঙিয়ে তোলা এবং জমকালো ৫৬ ভোগ নিবেদন।

মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর, সকাল ৭টা নাগাদ শুরু হবে পূজার্চনা ও টিফিনের আয়োজন। তারপর প্রভুর জন্য সাজবে প্রিয় পদে ভরপুর ৫৬ ভোগ, যাতে থাকবে খিচুড়ি, ডাল, শুক্তো, কলার মোচা, বৈতালের ঘন্ট থেকে শুরু করে বাংলার জনপ্রিয় মিষ্টি ও পায়েস। বিদেশ থেকেও প্রায় ৫০ জন অতিথি উপস্থিত থাকছেন এই আচার অনুষ্ঠানে, যাঁরা নিজের হাতে প্রভুর জন্য রান্না করবেন।

সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রশিপুজোয় যোগ দেওয়ার কথা। ওই সময় তিনটি রথ মন্দিরের ভেতর থেকে এনে রাখা হবে বাইরে, প্রভু বলরাম, সুভদ্রা এবং জগন্নাথকে নিয়ে। তিথি অনুযায়ী শুক্রবার গড়াবে রথের চাকা।

ভক্তদের জন্য সকাল ৮টা থেকে খুলে দেওয়া হবে মন্দিরের মূল ফটক (গেট নম্বর ১)। ভিড় সামলাতে মোতায়েন থাকছে বিশাল পুলিশ বাহিনী ও সিভিক ভলান্টিয়ার দল। মন্দির থেকে বেরোনোর জন্য নির্ধারিত গেট থাকবে ৬ নম্বর।
কলকাতা ইস্কনের সহ সভাপতি রাধারামন দাস জানান, “অনসরের শেষে নব সাজে প্রভু ফিরে আসছেন, এই উপলক্ষে দিনভর চলবে পূজার্চনা ও ভোগ নিবেদন। মুখ্যমন্ত্রী নিজেও প্রভুর আশীর্বাদ নিতে উপস্থিত থাকতে পারেন।”
আপনাদের জন্য রইল বিশেষ ভিডিও ঃ