তারক হরি, বিশেষ প্রতিবেদন:
“এত বড় বিপর্যয় জাপান এর আগে দেখেনি।”
এটাই দাবি জাপানের স্বঘোষিত ভবিষ্যৎদ্রষ্টা রিও তাতসুকি-র, যাঁর একের পর এক আগের ভবিষ্যদ্বাণী নাকি অবিকল মিলে গিয়েছে বাস্তবের সঙ্গে। এবার জুলাই মাসে তাঁর একটি আঁকা কার্টুন ঘিরে ছড়িয়েছে ভয়াবহ উদ্বেগ—দক্ষিণ জাপানে আসছে ভয়ংকর সুনামি!
কে এই ‘জাপানি বাবা ভাঙ্গা’?
জাপানের নাগরিক রিও তাতসুকি, পেশায় একজন কমিকস শিল্পী। কিন্তু শুধু তাই নয়—তিনি দাবি করেন, তিনি ভবিষ্যতের ঘটনা দেখতে পান, আর সেই সব দৃশ্য নিজের আঁকায় ফুটিয়ে তোলেন।
তাঁর আঁকা অনেক ছবি সময়ের আগেই বাস্তব হয়ে গেছে বলে দাবি তাঁর অনুগামীদের।

কোভিড-১৯, ২০১১-র জাপান সুনামি থেকে শুরু করে আরও বহু দুর্যোগ নাকি তাঁর আঁকায় আগে থেকেই ফুটে উঠেছিল।
এবারের আঁকা কী বলছে?
রিও তাতসুকি তাঁর সাম্প্রতিক একটি ছবিতে দেখিয়েছেন—জুলাই মাসে সমুদ্রের নিচে অগ্ন্যুৎপাত হবে, যার জেরে বিশালাকার সুনামি আছড়ে পড়বে দক্ষিণ জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া এবং মারিয়ানা দ্বীপপুঞ্জে।
তাঁর ভাষায়, “২০১১ সালের তুলনাতেও এই দুর্যোগ ভয়ানক হবে। ফুটন্ত জল উপচে পড়ে স্থলভাগকে গ্রাস করে ফেলবে।”
আতঙ্ক ছড়িয়েছে বিমান পরিষেবাতেও!
এই ভবিষ্যদ্বাণীর পর, হংকং এয়ারলাইন্স এবং আরও কিছু সংস্থা জুলাই ও আগস্ট মাসে কাগোশিমা ও কুমামোটো শহরের ফ্লাইট বাতিল করেছে।
সূত্র অনুযায়ী, দক্ষিণ জাপানগামী বিমানে বুকিং কমেছে ৫০ শতাংশ!
বিমান সংস্থাগুলিও আশঙ্কা করছে, যাত্রীদের মধ্যে আতঙ্ক বাড়ছে এবং সুরক্ষার কথা ভেবে অনেকে নিজের থেকেই যাত্রা বাতিল করছেন।

এই আতঙ্ক কি শুধু গুজব?
এই বিষয়ে মতভেদ তীব্র। কেউ বলছেন “এটা নিছক কাকতালিয়, আঁকার ওপর ভিত্তি করে আতঙ্ক ছড়ানো অনুচিত।” আবার কেউ বলছেন, “এর আগেও ওর আঁকা ছবির ভয়াবহ মিল আমরা দেখেছি। এবারও সাবধান হওয়াই ভালো।”
এখন সবকিছু নির্ভর করছে জুলাই মাসের ওপর।
এই মাসেই সত্যি প্রমাণিত হবে—রিও তাতসুকির আঁকা ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী, নাকি নিছক এক ভয় ছড়ানোর কারিকুরি?
কিন্তু একথা ঠিক, সারা বিশ্বের নজর এখন দক্ষিণ জাপানের সমুদ্রতলে…