কল্যাণ বনাম মহুয়া: তৃণমূলের অন্দরেই নারীবিদ্বেষ বিতর্ক
কসবা ধর্ষণকাণ্ড ঘিরে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যের বিরোধিতা করে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পরে, এবার কল্যাণ পাল্টা আক্রমণ করলেন তৃণমূলেরই আর এক সাংসদ মহুয়া মৈত্রকে। রবিবার সকালে এক সাক্ষাৎকারে কল্যাণ স্পষ্ট বলেন, “আমি সব নারীকে সম্মান করি, কিন্তু মহুয়া মৈত্রকে ঘৃণা করি।” শুধু ঘৃণা নয়, পাঁচটি কারণ দেখিয়ে মহুয়াকে আক্রমণও করেন তিনি।

উল্লেখযোগ্যভাবে, মহুয়া মৈত্র নিজের পোস্টে কারও নাম না করেই বলেছিলেন, “নারীবিদ্বেষ কোনও দলের একার সম্পত্তি নয়। তৃণমূল অন্তত এর বিরুদ্ধে প্রতিবাদ করে।” এই মন্তব্যকেই ‘ব্যক্তিগত আক্রমণ’ হিসেবে ধরে নিয়ে কল্যাণ তাঁর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি ইঙ্গিত করেন, বিদেশ থেকে সদ্য ফিরে মহুয়া তাঁর বিরুদ্ধে ‘মিশন’ শুরু করেছেন।

মহুয়া সম্প্রতি প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রকে বিয়ে করে জার্মানি থেকে দেশে ফিরেছেন। কল্যাণ পরোক্ষে সেই বিষয়টিও তুলে ধরেছেন তাঁর মন্তব্যে।
তৃণমূল যদিও এই বিরোধকে দলের ব্যক্তিগত মত বলে দায় এড়াতে চেয়েছে, তবু এই পরস্পরের বিরুদ্ধে মন্তব্য দলের অন্দরেই চাপানউতোর তৈরি করছে।