বাংলার বক্স অফিসে ঝড় তোলার পর এবার বিদেশের দিকে রওনা দিচ্ছে ‘খাদান ‘।বড়দিনের ঠিক মুখেই বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব অভিনীত ছবি ‘খাদান’। আর প্রথম থেকেই বক্স অফিসে দাপিয়ে বলে বেরিয়েছে, “যা বলে দে তোর বাপ এসেছে “।মুক্তির মাস পেরোনোর আগেই বক্স অফিসে ১৫ কোটির গন্ডিতকে টপকে গিয়েছে এই ছবি। বাংলায় এবং গোটা দেশের মুক্তির পর এবার আন্তর্জাতিক স্তরে মুক্তি পাচ্ছে ‘খাদান ‘।শুরুটা হচ্ছে দুবাই দিয়ে। আগামী ২৫ শে জানুয়ারি দুবাইতে মুক্তি পাচ্ছে দেব অভিনীত অ্যাকশন থ্রিলার ছবিটি।
হাজির থাকবেন দেব, যীশু সেনগুপ্ত সহ ছবির বেশ কয়েকজন সদস্য। দুবাইয়ের পর একে একে অন্য দেশেও রিলিজ করবে ‘খাদান’। ছবির এই সাফল্যে উচ্ছ্বাসিত দেব।
৩ রা জানুয়ারি শুক্রবার থেকে মুম্বাই, পুনে সহ দেশের আরো নটি রাজ্যে ছবিটি দেখানো হচ্ছে। আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে গিয়েছে দেব অভিনীত অ্যাকশন ছবিটি। এছাড়া দেশের বড় বড় জনপ্রিয় ব্র্যান্ড আমূলের বিজ্ঞাপনের ক্যানভাসে ফুটে উঠেছে ‘খাদানে’ এর কিশোরী ছবির গানটি।