মুম্বাইয়ের রাস্তায় হঠাৎ ফ্ল্যাপিং ড্রেসের কারণে অস্বস্তিকর এক মুহূর্তের সাক্ষী হন সকলেই। মাঝপথে খুশি হাত দিয়ে পোশাক ঠিক করতে গেলে সেই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে যায় এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই মন্তব্য করছেন—“যদি দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে লুকানোর কী প্রয়োজন?” আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন—“এভাবে রাস্তায় বের হওয়া কি ঠিক?”
Khushi Mukherjee के घर पे रैड पड़ गई गई शायद जो बिना कपड़ों के आना पड़ा
— HasnaZarooriHai🇮🇳 (@HasnaZaruriHai) June 28, 2025
😳😳😳😳 pic.twitter.com/AviPt50kOa
এই নিয়েও ফের শুরু হয়েছে বিতর্ক: খুশির পোশাকের পছন্দ, স্বাধীনতার অধিকার, আর সোশ্যাল মিডিয়ার হিংসাত্মক ট্রোল—সবই আবার একসাথে ঝাঁপিয়ে পড়েছে বিষয়টিতে। অভিনেত্রী ফলক নাজও সোশ্যাল স্টোরিতে প্রশ্ন তুলেছেন, “যদি রাস্তায় কুকুরকে খাবার দিলে হয়, তাহলে এই পোশাকের ক্ষেত্রে কেউ কিছু বলে? এটা সামাজিক দ্বৈত মানদণ্ড ঠিক কী?”

ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ খুশির সমর্থনে, আবার কেউ এই ‘ফ্যাশন ব্র্যাভাডো’ নিয়ে বিতর্কে জোর শোনা যাচ্ছে।