মনোরঞ্জনের বা বিনোদনের দুনিয়ায় এসেছে পরিবর্তন। বাংলার বাঙালীরাও পিছিয়ে নেই। এক সময় বাসের ঝুলন্ত বাঙালীদের কাছেও থাকতো গল্পের বই বা ম্যাগাজিন এখন সে জায়গায় থাকে স্মার্ট ফোন। আর এই স্মার্ট ফোন দিয়েই ব্যাস্ত বাঙালী যে কোন জায়গা থেকে তার মনোরঞ্জনের প্রিয় বিষয় গুলি কে উপভোগ করতে পারে । বিনোদন ছাড়া হুজুগে বাঙালী থাকতে পারে না ।
বাংলা OTT প্লাটফর্ম একাধিক থাকলেও বাঙালী পছন্দ করে তাদের নিজস্ব ভাব ধারা বা নিজস্ব সংস্কৃতি তেই। অবাঙালি গল্পের অনুকরণে তৈরি বিষয় নিয়ে বাঙালীর একদমই অপছন্দের আর ঠিক সেই জায়গা টাই দখল করতে এগিয়ে চলেছে ”KLiKK”
বাংলার বাঙালী কে নিরন্তর বিনোদনের আনন্দ দিতে ”KLiKK” প্রতি মাসেই আনছে এক- একটি দারুন গল্পের ওয়েব সিরিজ। গতকাল সত্যজিৎ রায় ফিল্ম ইন্সটিটিউটে আনুষ্ঠানিক ভাবে পোস্টার লঞ্চ হয়ে গেল ”KLiKK” এর নতুন ওয়েব সিরিজ ” ভাগাড় ” এর ।
ভাগাড় নাম টা শুনে একটু অদ্ভুত লাগলেও বিষয় টি দারুন রোমাঞ্চকর। কাহিনীকার অম্লান মজুমদার জানালেন, এই গল্পের ভাবনা শুরু ২০১৮ সালের ভাগাড় কাণ্ড থেকে । একটি সত্য ঘটনার ওপরেই এই ওয়েব সিরিজ। কিভাবে কিছু অসাধু ব্যাবসায়ির জন্য আমরা সাধারন মানুষ জড়িয়ে পড়ছি তাদের চক্রান্তে আর কিভাবে ভাগাড় থেকেই কিছু মানুষ বহু মানুষের জীবন বিপন্ন করে বেহিসেবি অর্থ উপার্জনের পথ খুঁজে পেয়েছিল সেই নিয়েই ।
পরিচালনার করেছেন রাজদীপ ঘোষ। অভিনয় করেছেন রজতাভ দত্ত, ঐন্দ্রিলা শর্মা, অম্লান মজুমদার, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রিত্ম দাস, পুজা সরকার, শক্তি দে , মৌ ভট্টাচার্য ও সুমন্ত মুখোপাধ্যায়।
অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম আমরাও , আপনাদের জন্য রইলো সেই পোস্টার লঞ্চের ভিডিও …