বর্তমান যুগের দাবিকে মান্যতা দিয়ে ২০২০ সালের শেষের দিকে বাংলার মানুষের হাতে এসেছে নতুন বাংলা OTT প্ল্যাটফর্ম KLiKK। সেই সময় থেকে দীর্ঘ দুবছর ধরে ৮০০ টি বাংলা পূর্ণদৈর্ঘ্য ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র, ২৫ টি ওয়েব সিরিজ, ৩৭০০ টি বাংলা গান, ৪০০ টি বাংলা কার্টুন চিত্র সহ ১৫০ ট বাংলা অডিও স্টোরি’র বিনোদনের সম্ভার নিয়ে হাজির KLiKK। আগামী দিনে আর নিত্যনতুন কন্টেন্ট যুক্ত হবে এই প্ল্যাটফর্মে। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসে এই KLiKK app ডাউনলোড ও ইনষ্টল করেই মানুষ নিজের মোবাইলে নিয়ত বিনোদন উপভোগ করে চলেছেন।
বাংলায় KLiKK এর অভূতপূর্ব সাফল্যের পরে, হিন্দিভাষি মানুষদেরও বিনোদনের জন্যে এবার আসছে KLiKK নতুন বিভাগ KLiKK- Hindi । যা KLiKK app ডাউনলোড ও সাবস্ক্রাইব করলেই ওই বিভাগে সম্পূর্ণ হিন্দি ভাষায় KLiKK এর যাবতীয় চলচ্চিত্র, ওয়েব সিরিজ, গান ও কার্টুন দেখতে পাওয়া যাবে।
শুধু তাই নয় আগামী পয়লা বৈশাখে মুক্তি পাচ্ছে নতুন বিভাগ ‘KLiKK-Bhojpuri’, যে বিভাগে ‘ভোজপুরী’ দর্শকরাও KLiKK এর বিভিন্ন কন্টেন্ট ভোজপুরী ভাষায় দেখতে পাবেন।
আর এখন বাংলার মানুষের জন্যে উন্মোচিত হচ্ছে KLiKK App এর একদম নতুন বিভাগ – ‘মিনি-ওয়েব সিরিজ’। এটি বাংলা OTT প্ল্যাটফর্মের ইতিহাসে সর্বপ্রথম। এখন গতিময় জীবনে মানুষের সময়ের অভাব। এই বিষয়টি মাথায় রেখে KLiKK এর এই নতুন প্রয়াস। কাজের ফাঁকে, ছোট্ট অবসরে, যাতায়াতের পথে ট্রেনে- বাসে, বা আড্ডার ফাঁকে অল্প সময়ের মধ্যেই সেরা গল্পের স্বাদ নিতে পারেন। যখন খুশি তখন! নিজের ভাষায় নিজের পছন্দের কন্টেন্ট।
১০’ই ফেব্রুয়ারী ২০২৩ KLiKK এর এই বিভাগে ‘স্বল্প সময়ে সেরা গল্প’র আমেজ বজায় রেখেই আসছে প্রথম প্রয়াস- মিনি ওয়েব সিরিজ- ‘কালো সাদা আবছা’। এই মিনি সিরিজের গল্পটি লিখেছেন অম্লান মজুমদার ও পরিচালনা করেছেন সুরজিত (সাহেব) মুখার্জী। এই মিনি সিরিজটি আজ থেকেই KLiKK app এ দেখতে পাওয়া যাবে #যখনতখন।