কলকাতা, ৯ মে ২০২৫:
দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর এখন নজরে জঙ্গি সংগঠনের! বৃহস্পতিবার রাত থেকে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে জারি হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দা সংস্থার তরফে সম্ভাব্য নাশকতার ইনপুট আসার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র।

সবচেয়ে উল্লেখযোগ্য, সমস্ত CISF জওয়ানদের ছুটি অবিলম্বে বাতিল করা হয়েছে। অর্থাৎ, একটিও নিরাপত্তাকর্মী এখন ছুটিতে নেই — সবাই মাঠে নেমেছেন বিমানবন্দর রক্ষায়।

কি কারণে সতর্কতা?
গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, দেশের গুরুত্বপূর্ণ হাবগুলির মধ্যে অন্যতম কলকাতা বিমানবন্দর এখন হাই রিস্ক জোনে। সাম্প্রতিক কিছু আন্তর্জাতিক গতিবিধি ও অনলাইন বার্তালাপ থেকে এই ইঙ্গিত মিলেছে। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

নিরাপত্তায় কড়াকড়ি:
প্রতিটি গেট ও চেক-ইন কাউন্টারে বাড়ানো হয়েছে স্ক্যানিং।
বিমানের কর্মী থেকে সাধারণ যাত্রী— সকলের উপর নজরদারি।
সন্দেহভাজনদের উপর চলছে বিশেষ পর্যবেক্ষণ।
বহিরাগত গাড়ি নিয়েও বাড়ানো হয়েছে নজর।

CISF এখন সর্বক্ষণ রাস্তায়:
সূত্র বলছে, ছুটি বাতিল করে জওয়ানদের রাত-দিন পালা করে ডিউটি দিতে বলা হয়েছে। তাঁদের জন্য নতুন রোস্টার তৈরি হয়েছে যাতে বিমানবন্দরের এক ইঞ্চি জায়গাও নজরদারির বাইরে না থাকে।
যাত্রীদের কী করণীয়?
নির্ধারিত সময়ের অন্তত ৩ ঘণ্টা আগে পৌঁছনো জরুরি।
নিরাপত্তা চেকের সময় ধৈর্য ধরতে অনুরোধ।
কোনও সন্দেহজনক আচরণ চোখে পড়লে সঙ্গে সঙ্গে CISF অথবা এয়ারপোর্ট অথরিটিকে জানাতে বলা হয়েছে।
এই মুহূর্তে গোটা দেশের নজর রয়েছে কলকাতা বিমানবন্দরের উপর। প্রশাসনের কড়া নজরদারি ও তাৎক্ষণিক পদক্ষেপ এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আতঙ্ক নয়, কিন্তু সচেতনতা ও সতর্কতা একান্ত প্রয়োজন।