কলকাতা, ২৮ জুন ২০২৫ –
কলকাতার এক নামী ল কলেজে ফার্স্ট ইয়ারের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এই ঘটনার কড়া নিন্দা করে বলেন, “একজন নারী হিসেবে এই ঘটনায় আমি লজ্জিত ও ক্ষুব্ধ।” অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি মনোজিৎ মিশ্র, কলেজের প্রাক্তন ছাত্র এবং তৃণমূল ছাত্র পরিষদের নেতা বলে পরিচিত। যদিও মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছেন, মনোজিৎ তৃণমূলের কেউ নন।
ঘটনা ঘটেছে ২৫ জুন। অভিযোগ, মনোজিৎ ওই ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে চেয়েছিল এবং বিয়ের প্রস্তাব দেয়। ছাত্রীটি জানায় তার প্রেমিক রয়েছে, এরপরেই তাকে জোর করে গণধর্ষণ করা হয় এবং সেই ঘটনার ভিডিও তুলে ব্ল্যাকমেলও করা হয়।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে—
- কলেজ ক্যাম্পাসের মতো ব্যস্ত জায়গায় এই জঘন্য অপরাধ ঘটল কীভাবে?
- সন্ধ্যা পর্যন্ত ছাত্রীকে কেন ইউনিয়ন রুমের সামনে বসিয়ে রাখা হল?
- সিকিউরিটি গার্ডরা কোথায় ছিলেন?
- ২৫ তারিখের ঘটনার পরও কলেজ কর্তৃপক্ষ কেন নীরব?
অগ্নিমিত্রা পালের দাবি:
- কলেজের গভর্নিং বডি ভেঙে দেওয়া হোক
- ছাত্রী ও তার পরিবারের সুরক্ষার ব্যবস্থা হোক
- শিক্ষক-প্রশাসনের দায়িত্ব নিশ্চিত করতে অবিলম্বে প্রিন্সিপাল নিয়োগ
- ছাত্র ইউনিয়ন না থাকলে সেখানে নির্বাচন আয়োজন
তিনি আরও বলেন, “রাজ্যের বাবা-মায়েদের উচিত মেয়েদের গান-নাচ শেখানোর পাশাপাশি মার্শাল আর্ট শেখানো যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে।”
RG Kar মেডিকেল কলেজে ঘটে যাওয়া নারকীয় ঘটনার পর মাত্র ১১ মাসের ব্যবধানে ফের এই ধরণের ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ।
শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, গোটা ঘটনার উপর রিপোর্ট চাওয়া হয়েছে। তবে তাতে সন্তুষ্ট নয় বিরোধী দল।