টলিউড থেকে বলিউড, সকলেই এখন ‘লাবুবু’ জ্বরে আক্রান্ত! চোখ বড়, দাঁত আঁকাবাঁকা, আর একেবারে অদ্ভুত দর্শনের এই ছোট্ট পুতুলটি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। হংকংয়ের শিল্পী কাসিং লুং-এর সৃষ্টি এই ‘লাবুবু’, ২০১৯ সালে চিনের বিখ্যাত খেলনা প্রস্তুতকারক সংস্থা Pop Mart এটি প্রথম বাজারে আনে।

প্রথমে চিনের বাজারে সীমাবদ্ধ থাকলেও এখন আন্তর্জাতিক মঞ্চে, বিশেষ করে ভারতে এই পুতুল জনপ্রিয়তার শিখরে। মিমি চক্রবর্তী ও ঋতাভরী চক্রবর্তীর মতো টলিউড তারকারা ইনস্টাগ্রামে ‘লাবুবু’ নিয়ে পোস্ট করেছেন। এমনকী বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং আন্তর্জাতিক সেলেব কিম কার্দাশিয়ান, রিহানাও নিজের স্টাইল স্টেটমেন্টে জায়গা দিয়েছেন ‘লাবুবু’কে।

এটি শুধুমাত্র একটি পুতুল নয়, এটি একাধিক সিরিজের অংশ, যেগুলিকে একত্রে ডাকা হয় ‘The Monsters’ নামে। মোট ৩০০-র বেশি রকমারির ‘লাবুবু’ রয়েছে – যেমন ‘Into Energy’, ‘Fall in Wild’, ‘Time to Chill’, ‘Let’s Checkmate’, ‘Macaron’ এবং ‘Pastel Color’ ইত্যাদি।


বাজারে প্রতিটি পুতুলই ‘Blind Box’-এ আসে, অর্থাৎ কোন পুতুলটি আপনি পাচ্ছেন, তা বাক্স খোলার পরেই জানা যায়। তাই চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ‘লাবুবু’ সংগ্রহ করা বেশ কঠিন।

মূল্যে হতবাক হবেন আপনিও – চিনের বাজারে ‘লাবুবু’-র প্রারম্ভিক দাম ছিল প্রায় ₹৪০,০০০! তবে বিভিন্ন সিরিজের উপর নির্ভর করে দামের ওঠানামা হয়।

ভারতে জেন Z প্রজন্মের মধ্যে এই ট্রেন্ড সবচেয়ে বেশি জনপ্রিয়। কেউ রাখছেন ঘরের সাজ হিসেবে, আবার কেউ ব্যাগ বা চাবির রিং হিসেবেও ব্যবহার করছেন এই পুতুল।

ঋতাভরীর কথায়, “পপ মার্ট-এর অনেক কালেকশন রয়েছে আমার কাছে। তবে ‘লাবুবু’ এখনকার ট্রেন্ডি ও কিউটেস্ট পিক!”
এমন একটি ছোট্ট অথচ দারুণ জনপ্রিয় পুতুল কীভাবে একবিংশ শতাব্দীর স্টাইল স্টেটমেন্ট হয়ে উঠল, তা সত্যিই বিস্ময়কর। আপনি কি এখনও ‘লাবুবু’ কিনেছেন?