কলকাতা: দক্ষিণ কলকাতার কসবা এলাকায় ল কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীর উপর সংঘটিত নৃশংস ধর্ষণকাণ্ডে ফের বিতর্কে তৃণমূলের কামারহাটির বিধায়ক মদন মিত্র। সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে, তিনি বলেন—“ঘটনাটি অত্যন্ত লজ্জাজনক এবং নিন্দনীয়। তবে এই ঘটনার মধ্যেই ছাত্রছাত্রীদের জন্য একটি শিক্ষা আছে—পরিচিত কেউ ডাকলেও কলেজ বন্ধ থাকলে সেখানে না যাওয়াই শ্রেয়।”
#WATCH | North 24 Parganas, West Bengal | On Kolkata alleged gang rape case, TMC leader Madan Mitra says, "This incident has sent a message to girls that if someone calls you when the college is closed offering you a position in the unit, then don't go, nothing good will come of… pic.twitter.com/DKF1uPhfaG
— ANI (@ANI) June 28, 2025
এই বক্তব্য ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে। বিশেষ করে যখন তিনি বলেন, “মেয়েটি যদি না যেত, তাহলে এমনটা হয়তো ঘটত না,” তখন অনেকেই এই মন্তব্যকে ভিক্টিম-ব্লেমিং হিসেবে দেখছেন।
এখানেই শেষ নয়, অভিযুক্তের সঙ্গে তৃণমূল নেতাদের ছবি থাকার বিষয়ে মদন মিত্র বলেন, “তৃণমূল কংগ্রেস এত বড় পার্টি যে, কারও না কারও সঙ্গে ছবি থাকতেই পারে। কেউ সামনে থেকে, কেউ পাশ থেকে, কেউ বা পেছন থেকে যুক্ত থাকেন।”
তবে তাঁর এই মন্তব্যের পর তৃণমূল কংগ্রেস এক বিবৃতিতে জানিয়েছে, দল এই বক্তব্যকে সমর্থন করে না এবং এটি মদন মিত্রের ব্যক্তিগত মত।
এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে ক্ষোভ ছড়িয়েছে। সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি পর্যন্ত সবাই কড়া শাস্তির দাবি জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও অভিযুক্তদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন।