The Indian Chronicles ডিজিটাল ডেস্ক
২০২৫ সালের অন্যতম আলোচিত সিনেমা হতে চলেছে হিন্দি গ্যাংস্টার অ্যাকশন ড্রামা ‘মালিক’, যেখানে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন বলিউডের পরিণত অভিনেতা রাজকুমার রাও ও টলিউডের মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালক পুলকিত দত্ত তাঁর পূর্বপ্রজেক্ট ‘বোস: ডেড অর অ্যালাইভ’-এর পরে এবার বড় ক্যানভাসে তুলে এনেছেন রাজনীতি ও অপরাধ জগতের এক ভয়ংকর সংঘাত।

গল্প শুরু হয় ১৯৮৮ সালের প্রয়াগরাজ থেকে। রাজকুমার এখানে এক ভয়ংকর গ্যাংস্টার ‘মালিক’-এর ভূমিকায়। তার লক্ষ্য শুধু ক্রাইম কন্ট্রোল নয়, বরং রাজনৈতিক ক্ষমতার শীর্ষে ওঠা। হাতে AK-47, মুখে প্রতিশোধের আগুন—ট্রেলারে তার সংলাপ “জনম সে নেহি, কিসমত সে মালিক বনেগা” ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আর ঠিক এখানেই আসে এক ‘রেলাবাজ’ চরিত্র—যার ভূমিকায় রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ‘‘এই চরিত্রটা সম্পূর্ণ আলাদা। একেবারে নতুন ছাঁচে কাজ করেছি। এটা বড়পর্দার জন্য তৈরি, এবং রাজকুমারের সঙ্গে কাজ করাটা দারুণ অভিজ্ঞতা।’’

📸ছবির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে রাজকুমার রাওয়ের ৪০তম জন্মদিনে, যেখানে তাঁকে পুলিশের গাড়ির বনেটে বন্দুক হাতে দাঁড়িয়ে দেখা যায়—একদম ‘মাসি হিরো’ লুকে।
🎞 স্টারকাস্ট-এ রয়েছেন মানুষী চিল্লার (প্রথমবার রাজকুমারের রোমান্টিক লিড), হুমা কুরেশি, মেধা শংকর, সৌরভ শুক্লা, স্বনন্দ কিরকিরে এবং অংশুমান পুষ্কর। প্রযোজনায় রয়েছে Tips Films ও Northern Lights Films।
‘গ্যাংস অফ ওয়াসিপুর’ বা ‘পুষ্পা’-র আদলে হলেও, পুলকিতের ‘মালিক’ তার নিজস্ব গ্রিটি টোন ও বাস্তবধর্মী রাজনৈতিক প্লট দিয়ে ভিন্ন স্বাদ দিতে চলেছে।
বক্স অফিসের দিক থেকে রাজকুমারের ‘স্ত্রী ২’ (₹৬০০ কোটির ওপরে) ছিল মাইলস্টোন। তবে ‘মালিক’-এ তিনি একেবারে অন্য মেজাজে, বন্দুক-চালানো রাজনীতিক।
ট্রেলার, পোস্টার, আর প্রসেনজিতের বলিষ্ঠ উপস্থিতি—সব কিছু মিলে এই গ্যাংস্টার ড্রামা এই বছরের অন্যতম চর্চিত ছবি হতে চলেছে।
🗓️ ক্যালেন্ডারে দিন লিখে রাখুন—১১ জুলাই, ‘মালিক’ আসছে থিয়েটারে রেলাবাজি করতে!