The Indian Chronicles | By প্রতিনিধি দল
দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দির থেকে প্রথমবার রথযাত্রা উৎসব আয়োজিত হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিস্কার করে রথ টানার সূচনা করবেন শুক্রবার দুপুরে। রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই দিঘায় পৌঁছে গিয়েছেন তিনি, বৃহস্পতিবার বৈঠক সেরে গোটা মন্দিরচত্বর ঘুরে দেখেছেন এবং নির্দেশ দিয়েছেন নিরাপত্তা ও ব্যবস্থাপনার বিষয়ে।

➡️ উৎসবের দিনলিপি অনুযায়ী—
শুক্রবার সকাল ৯টা থেকে শুরু হবে প্রাথমিক পূজার্চনা। মুখ্যমন্ত্রী ও অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা পৌঁছবেন সকাল ৯:৩০ নাগাদ। দুপুর ২টোর সময় আরতি, এবং ২:৩০ নাগাদ রথের চাকা গড়াবে।

দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই রথযাত্রায় অংশ নিতে পারেন ২ থেকে আড়াই লক্ষ ভক্ত। ভিড় সামাল দিতে রাস্তার দু’ধারে ব্যারিকেড করা হচ্ছে, রশি ছোঁয়ার সুযোগ থাকবে ব্যারিকেডের পাশ থেকেই।

➡️ নিরাপত্তায় কড়াকড়ি:
ভিড় নিয়ন্ত্রণ, আগুন নেভানোর ব্যবস্থা, জরুরি স্বাস্থ্য পরিষেবা— সব দিকই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশ, প্রশাসন ও দমকলের যৌথ তত্ত্বাবধানে গোটা উৎসব চলবে।
এ যেন শুধুই উৎসব নয়, এক নতুন ইতিহাসের সূচনা দিঘার বুকে।