The Indian Chronicles | কলকাতা, ২৬ জুন ২০২৫:
নতুন ভোটার যাচাইয়ের নিয়ম ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড়। নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ নিয়ে কড়া প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, এই নতুন পদ্ধতি দেশের সাধারণ ভোটারদের জন্য বিপজ্জনক হতে চলেছে, যা এনআরসি থেকেও ভয়ঙ্কর বলে মন্তব্য করেছেন তিনি।
নতুন নিয়ম অনুযায়ী, ২০০৩ সালের ভোটার তালিকায় নাম না থাকলে আবেদনকারীদের জন্মস্থান সংক্রান্ত নথিপত্র জমা দিতে হবে। এছাড়া, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে জন্ম হলে, সেই জন্মস্থান ও সময়ের প্রামাণ্য নথিও লাগবে। বাবা-মায়ের জন্ম সনদের মতো ব্যক্তিগত নথিও প্রয়োজন হবে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
মমতার অভিযোগ, এই পদক্ষেপ আসলে বিজেপির ইঙ্গিতে করা হচ্ছে। লক্ষ্যে রয়েছে দরিদ্র, অল্পশিক্ষিত, প্রান্তিক মানুষ ও পরিযায়ী শ্রমিকদের ভোটাধিকার কেড়ে নেওয়া। পাশাপাশি, তাঁর দাবি—“বহিরাগতদের নাম ঢুকিয়ে রাজ্যের স্থায়ী বাসিন্দাদের তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি”।
ইতিমধ্যেই বিহারে পাইলট প্রজেক্ট হিসেবে এই নিয়ম চালু হচ্ছে। পরে গোটা দেশেই তা কার্যকর হতে পারে। মুখ্যমন্ত্রীর আশঙ্কা, গ্রামবাংলার সাধারণ মানুষের নথিপত্র না থাকায় তাঁদের নাম বাদ পড়তে পারে। তাঁর স্পষ্ট কথা, “বাবা-মায়ের জন্ম শংসাপত্র কোথা থেকে জোগাড় করবে মানুষ? এই নিয়ম সাধারণ নাগরিকদের প্রতি চরম অবিচার।”
মুখ্যমন্ত্রী দাবি করেছেন, নির্বাচন কমিশনের উচিত সাধারণ নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই নিয়মে বদল আনা।