আইনজীবী সংগীতা দাস জানা, এই নামটির সাথে অনেকেই এখন বেশ পরিচিত। ইনিই সামাজিক মাধ্যমে শরীর প্রদর্শন করে খ্যাত সাবিত্রী দেহুড়ি সহ একাধিক মহিলার নামে থানায় অভিযোগ করছেন সামাজিক মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে।

খবরের দুনিয়ার আর সামাজিক মাধ্যমে এটাই এখন শীর্ষে। যদিও আইনজীবী সংগীতা দাস জানার অভিযোগের সেই অর্থে কোন সুরাহা এখনও হয়নি। সামাজিক মাধ্যমে চলছে একে ওপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি।
কিন্তু এর মধ্যেই আইনজীবী সংগীতা দাস জানা টানলেন বাংলার বিখ্যাত অভিনেত্রী ও রাজনীতিবিদ মিমি চক্রবর্তী কে। সামাজিক মাধ্যমে এই আইনজীবী অভিনেত্রী মিমি চক্রবর্তী কে ট্যাগ করে লেখেন…..
MimiChakraborty
আপনি একজন অভিনেত্রী, রাজনীতি বিদ এবং
বিনোদন জগতের একজন। তারপরও আপনি
এই সোস্যাল মিডিয়া তেও একজন অ্যাক্টিভ
অ্যাকাউন্ট হোল্ডার। আর সে জন্যই আজ আমি
বাধ্য হলাম এই কথা গুলো বলতে বা লিখতে।
আপনি আমার কোনো ব্যাক্তিগত পরিচিত বা
শত্রু নন। বরং আমি ব্যক্তিগতভাবে আপনাকে
বিশেষ পছন্দ করি।
কিছু সংস্কার করার আশায় সমাজের কিছু নোংরা
নর্দমা পরিষ্কার এর প্রয়োজন এই সোস্যাল মিডিয়া
তে। আর তার মধ্যে আমি আপনি কেও বাদ পড়ি
না। আমাদের নিজেদেরো যদি কিছু শুদ্ধতার দরকার
পড়ে সেটাও কিন্তু করতে হবে।
সম্প্রতি আপনার একটা ছবি ভাইরাল হয়েছে। যা
কিনা এই সোস্যাল মিডিয়া তে ঘুরছে। আর কোনো
বিশেষ প্রতিবাদের প্রয়োজন পড়লে সেটাকে উদাহরণ
স্বরুপ তুলে ধরা হচ্ছে। দেখুন যদি বিষয় টা শুধুমাত্র
বিনোদন জগতের হোতো কিছু বলতাম না। কিন্তু
যেহেতু আপনিও এই Facebook প্লাটফর্ম এ অ্যাকটিভলি আছেন তাই বলছি। তাই কিছু ছবি
বা ভিডিও যদি সমাজ মাধ্যমে খারাপ প্রতিক্রিয়া
আনে সেটা থেকে কি একটু নিজেকে দুরে সরিয়ে
রাখা যায়না ??? কারন আপনারাই কিন্তু পথপ্রদর্শক।
বৃহত্তর স্বার্থে একটা ক্ষুদ্রতম প্রশ্ন রাখলাম। পারলে
মাফ করবেন 🙏🙏

যদিও অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেননি অভিযোগকারিণী
আইনজীবী।
এখন এই নিয়ে আইনজীবী কে অভিনেত্রী মিমি চক্রবর্তী কি উত্তর দেন সেটাই দেখার।