By The Indian Chronicles Desk | ৫ জুলাই ২০২৫
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর রাষ্ট্রীয় ইতিহাসে প্রথমবার কোনও বিদেশি নেতার হাতে উঠল দেশের সর্বোচ্চ সম্মান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া হল ‘অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো’— যা তাঁর ২৫তম আন্তর্জাতিক পুরস্কার।
এক নজরে সম্মাননা:
উত্তর অতলান্তিক মহাসাগরের বুকে অবস্থিত দ্বীপরাষ্ট্র ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো (Trinidad and Tobago) শুক্রবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল। সে দেশের রাজধানী পোর্ট অফ স্পেনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়া হল দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘অর্ডার অফ দ্য রিপাবলিক’। এই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতা এই সম্মানে ভূষিত হলেন।
ভারতের গর্ব, ত্রিনিদাদের শ্রদ্ধা
এই সম্মাননা পাওয়ার পরে মোদী বলেন, “এই পুরস্কার আমি উৎসর্গ করছি আমার প্রিয় ১৪০ কোটি ভারতবাসীকে।” ভারতের পররাষ্ট্র মন্ত্রক একে ঐতিহাসিক অর্জন বলে উল্লেখ করেছে। এই সম্মান ভারতের বিশ্ব রাজনীতিতে অবস্থানকে আরও মজবুত করল বলে মনে করছেন কূটনীতিবিদরা।
PM Narendra Modi posts on 'X': "I express my heartfelt gratitude to President Christine Carla Kangaloo, Prime Minister Kamla Persad-Bissessar, the Government and wonderful people of Trinidad & Tobago for honouring me with ‘The Order of the Republic of Trinidad and Tobago.’ This… pic.twitter.com/RHCvszhSX7
— ANI (@ANI) July 4, 2025
২৫তম আন্তর্জাতিক সম্মান
এই পুরস্কার নরেন্দ্র মোদীর কূটনৈতিক জীবনের একটি নতুন পালক। এর আগে ফ্রান্সের লিজিয়ন অব অনার, সৌদি আরবের কিং আবদুলআজিজ মেডেল, রাশিয়ার অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু, সংযুক্ত আরব আমিরশাহির জায়েদ মেডেল-সহ একাধিক মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তিনি।
ভারত-ত্রিনিদাদ সম্পর্ক: ঐতিহ্য ও আত্মীয়তার বন্ধন
ত্রিনিদাদে ভারতীয় বংশোদ্ভূত মানুষের সংখ্যা প্রায় ৪৫ শতাংশ। বিহার ও উত্তরপ্রদেশের ভোজপুরি অঞ্চল থেকে তাদের পূর্বপুরুষেরা বহু আগে এখানে এসেছিলেন। মোদীর বক্তৃতাতেও বারবার উঠে এসেছে বক্সার জেলার নাম। ত্রিনিদাদের প্রাক্তন প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিশ্বেশ্বরের পূর্বপুরুষও বিহারের বাসিন্দা ছিলেন।
আন্তর্জাতিক মহলে প্রশংসা
ত্রিনিদাদের রাষ্ট্রপতি ক্রিস্টিন কাঙ্গালু ও বর্তমান নেতৃত্ব মোদীর ভূয়সী প্রশংসা করেন। তাঁকে ‘বিশ্বের অন্যতম দূরদর্শী ও সম্মানিত রাষ্ট্রনেতা’ হিসেবে অভিহিত করা হয়। দ্বীপরাষ্ট্রে মোদীকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।