Home » দুর্গোৎসবের ঢাকে কাঠি, মোহাম্মদ আলি পার্কে খুঁটি পুজোয় শুরু বাঙালির মহোৎসবের প্রস্তুতি
মোহাম্মদ আলি পার্কে যুব অ্যাসোসিয়েশনের আয়োজনে খুঁটি পুজোর মাধ্যমে সূচনা হল ৫৭তম দুর্গাপুজোর। অভিনব প্যান্ডেল, সামাজিক বার্তা ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটবে এবারেও।
Table of Contents
Share Our Blog :
Facebook
WhatsApp
কলকাতা, ২৬ জুন ২০২৫: দুর্গোৎসবের মহালগ্নে এক অন্যতম দৃষ্টিনন্দন পর্ব ‘খুঁটি পুজো’ দিয়ে আজ সূচনা হল মোহাম্মদ আলি পার্ক দুর্গাপুজোর। যুব অ্যাসোসিয়েশন অফ মোহাম্মদ আলি পার্ক ৫৭তম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী পুজোর মাধ্যমে, যা শহরের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে তার অভিনব ভাবনা ও সামাজিক দায়বদ্ধতায়।
স্থানে: এম.জি. মেট্রো স্টেশনের নিকটস্থ মোহাম্মদ আলি পার্ক। উপস্থিত ছিলেন: প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, সঞ্জয় বক্সী; কাউন্সিলর রেহানা খাতুন, মীনা দেবী পুরোহিত, বিজয় উপাধ্যায় সহ একাধিক বিশিষ্টজন।
প্যান্ডেল থেকে মূর্তি, আলোকসজ্জা থেকে আবহ—সবকিছুতেই থাকে অভিনবতার ছোঁয়া। সেই সঙ্গে সমানভাবে গুরুত্ব পায় নিরাপত্তা, পরিবেশ সচেতনতা ও ধর্মীয় সহনশীলতা।
মোহাম্মদ আলি পার্কের যুব অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী সুরেন্দ্র কে. শর্মা জানান,
“এই খুঁটি পুজো কেবল সূচনাই নয়, এটা আমাদের ঐতিহ্যের ধারক ও বাহক। প্রতি বছর আমরা কিছু নতুন ভাবনা নিয়ে হাজির হই, তবে শিকড় ছেড়ে নয়। এ বারেও আমরা সবাইকে মুগ্ধ করতে প্রস্তুত।”
এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছর শহরের বিপুল মানুষের ভিড় জমে। এছাড়াও সারা বছর ধরেই কমিটি নানা সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকে, যা এই উৎসবকে আরও মহৎ করে তোলে।
প্রাডার ‘ভারতীয় অনুপ্রেরণায়’ তৈরি কোলাপুরি চপ্পলের ডিজাইন নিয়ে বিতর্ক এবার আদালতে। বম্বে হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা, যেখানে দাবি করা হয়েছে—GI ট্যাগপ্রাপ্ত এই ঐতিহ্যবাহী নকশার যথাযথ স্বীকৃতি ও ক্ষতিপূরণ পাক ভারতীয় কারিগরেরা।
জুলাই ও অগস্টে তিনটি নির্দিষ্ট দিনে পৃথিবীর আহ্নিক গতি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়ে যেতে পারে বলে পূর্বাভাস বিজ্ঞানীদের। এর জেরে দিনের দৈর্ঘ্য কমে যেতে পারে মিলিসেকেন্ডের হিসেবে। সময়ের হিসাবেও দেখা দিতে পারে সূক্ষ্ম পরিবর্তন। কীভাবে ঘটছে এই পরিবর্তন? কী প্রভাব পড়তে পারে ভবিষ্যতে? জেনে নিন বিস্তারিত।
Vivek Ranjan Agnihotri Unveils Powerful Promo for The Bengal Files ‘Never Again USA Tour’ | Premiere Dates Announced Renowned Indian filmmaker Vivek Ranjan Agnihotri, best
আসছে জি বাংলার নতুন মেগা ধারাবাহিক ‘দাদামণি’। ভাইবোনের সম্পর্ক, স্বপ্ন ও সামাজিক পরিবর্তনের কাহিনি নিয়ে শুরু হচ্ছে এই আবেগঘন সিরিয়াল। প্রধান চরিত্রে প্রতীক সেন ও অনুশকা চক্রবর্তী। দেখুন ৭ জুলাই থেকে প্রতিদিন রাত ৮:৩০টায়, শুধু জি বাংলায়।