The Indian Chronicles | কলকাতা | ১৬ জুলাই ২০২৫
মোহনবাগান দিবস ২০২৫ উদযাপনকে ঘিরে ক্লাবপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। মঙ্গলবার ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত ঘোষণা করলেন, এবছর মোহনবাগান দিবস পালিত হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং সেইসঙ্গে সরকারি ভাবে ঘোষণা করা হল ‘মোহনবাগান রত্ন’ ও অন্যান্য বার্ষিক পুরস্কারের তালিকা।

সবচেয়ে বড় সম্মান ‘মোহনবাগান রত্ন’ এ বছর পাচ্ছেন বর্ষীয়ান ক্রীড়া সংগঠক স্বপনসাধন (টুটু) বোস। ক্লাবের প্রতি তাঁর অবদান এবং দীর্ঘদিনের নিষ্ঠার স্বীকৃতিতেই এই পুরস্কার তুলে দেওয়া হবে তাঁর হাতে।
⚽ সেরা ফুটবলার: আপুইয়া
আইএসএলের গত মরশুমে অসাধারণ পারফরম্যান্সের জন্য মিডফিল্ডার আপুইয়া পেয়েছেন সেরা ফুটবলারের সম্মান। বল দখল, পাসিং অ্যাকুরেসি, এবং গতি—সব মিলিয়ে তিনি গোটা মরশুমেই নজর কেড়েছেন ক্লাব সমর্থকদের।
🌟 অন্যান্য সম্মানপ্রাপ্তদের তালিকা
সেরা উদীয়মান ফুটবলার: দীপেন্দু বিশ্বাস
সেরা ফরওয়ার্ড: জেমি ম্যাকলারেন (১১ গোল, আইএসএল)
জীবনকৃতি সম্মান: রাজু মুখোপাধ্যায় (প্রাক্তন ক্রিকেটার)
সেরা ক্রীড়া সাংবাদিক (মরণোত্তর): অরুণ সেনগুপ্ত ও মানস ভট্টাচার্য
সেরা ক্রীড়া সংগঠক: অমল কুমার মৈত্র (অ্যাথলেটিক্স ফেডারেশন)
সেরা সমর্থক: রিপন মণ্ডল
সেরা রেফারি: মিলন দত্ত
সেরা অ্যাথলিট: অর্চিতা বন্দ্যোপাধ্যায়
সেরা হকি খেলোয়াড়: অর্জুন শর্মা
সেরা ক্রিকেটার: রণজ্যোৎ সিং খায়রা
🎉 মোহনবাগান দিবসের প্রস্তুতি তুঙ্গে
বছরের এই বিশেষ দিনে ক্লাব চত্বরে উদযাপনের আবহ তৈরি হবে আগের মতোই—সবুজ-মেরুনের আবেগে ভাসবে গোটা শহর। নেতাজি ইনডোরে আয়োজিত অনুষ্ঠানে হাজির থাকবেন প্রাক্তন খেলোয়াড়, ক্লাব কর্তা ও অগণিত সমর্থক।