আগামী মার্চেই মুক্তি পেতে চলেছে রানি মুখার্জী ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অনির্বান ভট্টাচার্যের Mrs Chatterjee Vs Norway. ২০১১ সালে নরওয়ে তে প্রবাসী বাঙালি দম্পতির থেকে নরওয়ের শিশু সুরক্ষা দপ্তর তাদের দুই শিশু সন্তান কে কেড়ে নেয় সঠিক প্রতিপালন না করার অভিযোগে। তারপরে ঠিক কি হয়েছিল? শিশুদের ফিরে পেতে দেশ তথা রাজ‍্য জুড়ে সেই আন্দোলন কেমন ছিল? কি ভাবে হয়েছিল? কার উদ্যোগে হয়েছিল সেই আন্দোলন? Mrs Chatterjee Vs Norway তে কতটা সত‍্যি দেখানো হচ্ছে? এই সব নিয়ে দেশে সবার আগে প্রথম আপনাদের সামনে সত‍্য তুলে ধরি আমরাই। The Indian Chronicles প্রতি নিয়ত তদন্তের মাধ‍্যমে তুলে ধরছে একের পর এক বিস্ফোরক সাক্ষাতকার। আমাদের করা খবরের জেরেই দেশের প্রথম সারির সংবাদ মাধ‍্যম গুলিও মুখ খুলতে শুরু করে।

RAJEEV SARKAR

কয়েকদিন আগেই আমরা সমাজকর্মী রাজীব সরকারের সাক্ষাতকার আপনাদের সামনে এনেছিলাম এবং খুব তাড়াতাড়ি আবারও তাকে আনবো তার করা একাধিক কর্মকান্ড সম্পর্কে আপনাদের জানাতে।

ANTARA SHOME BASU

কিন্তু রাজীব সরকারের কথা কতটা সত‍্য? সেটা জানতে আমরা যোগাযোগ করি বিশিষ্ট সমাজকর্মী অন্তরা সোম বসুর সাথে। যিনি এই নরওয়ে তে আটকে থাকা শিশুদের নিয়ে রাজীব সরকারের উদ্যোগে আন্দোলন ও পদযাত্রায় সামিল ছিলেন। অন্তরা সোম বসু এই ঘটনার অন‍্যতম প্রত‍্যক্ষদর্শী। তার সাথে আমাদের টেলিফোনিক সাক্ষাতকারে উঠে এলো বেশ কিছু চাঞ্চল্যকর তথ‍্য। যা শুনলে অবাক হতে হয়। সত‍্যিই Mrs Chatterjee Vs Norway সিনেমার বিষয় বস্তু বদলে যাচ্ছে এই সব সাক্ষাতকারে। শিশুদুটির মা সাগরিকার সাথে শিশুদুটির বাবা অনুরুপের সম্পর্ক কেমন ছিল? সাগরিকা কি চাইতেন? এই ঘটনায় কোন কোন রাজনৈতিক ব‍্যাক্তিত্ব ছিলেন সব উঠে এলো এই আলোচনায়।

কিন্তু সমাজ কি এই সত‍্য নিয়ে আদৌ ওয়াকিবহাল? প্রথম সারির সংবাদ সংস্থা গুলিই বা কেন একটা মিথ‍্যা কে সত‍্য ঘটনার রুপান্তর বলে সমর্থন করে যাচ্ছে? এই সব নিয়ে চলবে আমাদের পর্যালোচনা। তবে তার আগে শুনুন বিশিষ্ট সমাজকর্মী অন্তরা বসু সোম কি জানালেন আমাদের। আপনাদের অনুরোধ আপনারা এই টেলিফোনিক রেকর্ডিং ভালো ভাবে শুনতে হেডফোন অবশ‍্যই ব‍্যাবহার করবেন। আপনাদের জন‍্য রইলো সেই কথোপকথন। আমাদের ইউটিউব চ‍্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।