বিখ্যাত বলিউড অভিনেত্রী রানি মুখার্জী ও বাংলা চলচ্চিত্রের এই মুহুর্তের জনপ্রিয় অভিনেতা অনির্বান ভট্টাচার্য্য অভিনীত সত্য ঘটনা অবলম্বনে Mrs Chatterjee Vs Norway সিনেমার টিজার ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা লাভ করেছে। দেশ জুড়ে এই বলিউডি চলচ্চিত্র টি আগামী মার্চে দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই বলিউডি চলচ্চিত্র টি নরওয়ের আট টি জায়গায় একই দিনে রিলিজ হবে।
বাস্তবে, ২০১১-১২ সালে নরওয়ে তে বাঙালী দম্পতি অনুরুপ ভট্টাচার্য্য ও সাগরিকা (চক্রবর্তী ) ভট্টাচার্যের দুই শিশু সন্তান কে সঠিক ভাবে লালন পালন বা পরিচর্যা না করার অভিযোগে, নরওয়ে সরকারের আইন অনুযায়ী ওই শিশু সন্তান দুটি কে, নরওয়ে সরকারের শিশু সুরক্ষা দপ্তর তাদের হেফাজতে নেয়। ভারতীয় সংস্কৃতি তে মায়ের কোল থেকে শিশুকে কেড়ে নেওয়া এক অমানবিক মানসিক অত্যাচার। সেই সময় সুদুর নরওয়ে থেকে অনুরুপ ভট্টাচার্য্য, তার শিশু সন্তানের মুক্তির কারনে সাহায্য চেয়ে যোগাযোগ করেন কলকাতার সমাজকর্মী রাজীব সরকারের সাথে। তারপর থেকেই রাজীব সরকার ও তার (তৎকালীন) স্বেচ্ছাসেবী সংস্থা মিলে জোরদার আন্দোলন শুরু করেন এবং এই আন্দোলনে সামিল হয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সহ বহু বিখ্যাত মানুষ। শেষ পর্যন্ত জয় হয়েছিল। সে সব একমাত্র আমরাই প্রথম আপনাদের সামনে তুলে ধরি। শেষ পর্যন্ত নরওয়ে সরকার শিশুদুটি কে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছিল।
কিন্তু তারপর ঠিক কি হয়েছিল? কিভাবে শিশুদুটি তাদের কাকা অরুনাভাষ ভট্টাচার্যের কাস্টডি থেকে সাগরিকা (চক্রবর্তী ) ভট্টাচার্যের কাস্টডি তে গেল? কারা ছিল এর অন্তরালে? আদৌ কি এই চলচ্চিত্রে সত্য ঘটনা টি দেখানো হয়েছে? অনুরুপ ভট্টাচার্য্য এখন কোথায়? এটি কি দুটি শিশুর মুক্তি নিয়ে একা এক মায়ের লড়াই ছিল নাকি ছিল দুটি দেশের কুটনৈতিক লড়াই? এই সব কিছু নিয়ে আমাদের আছে এবার বিস্ফোরক সাক্ষাতকার দিলেন “এই” আন্দোলনের অন্যতম সদস্য সমাজকর্মী অন্তরা সোম বসু। খুব তাড়াতাড়ি আসছে সেই সাক্ষাতকার। মিলে যাচ্ছে রাজীব সরকারের কথা, সব প্রকাশ্যে এলে হয়তো বদলে যাবে Mrs Chatterjee Vs Norway চলচ্চিত্রের বিষয়বস্তু।
অন্তরা সোম বসুর সেই বিস্ফোরক সাক্ষাতকার দেখতে চোখ রাখুন শুধুমাত্র আমাদের পোর্টালে।