দুর্গাপুজো ২০২৫ শুরু হতে আর

Days
Hours
Minutes
Seconds

দুর্গাপুজো ২০২৫ শুরু হতে আর

Days
Hours
Minutes
Seconds
Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)
Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

‘অপারেশন সিঁদুর’: গভীর রাতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত, সাংবাদিক বৈঠকে জানালেন দুই ‘অগ্নিকন্যা’

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ভারত চালালো ‘অপারেশন সিঁদুর’। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে নিখুঁত স্ট্রাইক। সংবাদ সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা করলেন উইং কমান্ডার ব্যোমিকা সিংহ ও কর্নেল সোফিয়া কুরেশি।

Table of Contents

Share Our Blog :

Facebook
WhatsApp
‘অপারেশন সিঁদুর’: গভীর রাতে পাকিস্তানের ৯টি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনার প্রত্যাঘাত, সাংবাদিক বৈঠকে জানালেন দুই ‘অগ্নিকন্যা’

কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ২৬ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার জবাবে মঙ্গলবার গভীর রাতে ভারত চালায় জবাবি স্ট্রাইক। অভিযানের নাম— ‘অপারেশন সিঁদুর’। পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানের মোট ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয় স্থল, বায়ু ও নৌ সেনার সমন্বিত অভিযানে।

বুধবার সকাল ১০:৩০ নাগাদ এক সাংবাদিক বৈঠকে ভারতীয় সেনার তরফে এই অভিযানের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিদেশসচিব বিক্রম মিস্রী, পাশাপাশি দুই ‘অগ্নিকন্যা’—উইং কমান্ডার ব্যোমিকা সিংহ এবং কর্নেল সোফিয়া কুরেশি। বৈঠকের শুরুতেই দেখানো হয় অতীতের বড় জঙ্গি হামলার ভিডিও ফুটেজ— ২০০১ সালের সংসদ হামলা, ২০০৮-এর মুম্বই হামলা প্রভৃতি।

বিদেশসচিব বলেন,

“মুম্বই হামলার পর পহেলগাঁওয়ের ঘটনাই সবচেয়ে ভয়াবহ। সাধারণ মানুষকে টার্গেট করা হয়েছিল। এই হামলা কাশ্মীরের অর্থনীতি ও শান্তি ফিরিয়ে আনার চেষ্টাকে ব্যাহত করতেই হয়েছিল। ভারত তার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে।”

তিনি আরও জানান, জঙ্গি সংগঠন TRF এই হামলার দায় স্বীকার করেছে। জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তইবা-র মতো বড় সংগঠনই এই ছোট সংগঠনের আড়ালে থেকে হামলা চালিয়ে যাচ্ছে। তাই সময় নষ্ট না করে জবাব দেওয়া জরুরি ছিল।

এরপর অপারেশনের কৌশল ও লক্ষ্যমাত্রা ব্যাখ্যা করেন কর্নেল সোফিয়া ও উইং কমান্ডার ব্যোমিকা। তাঁরা জানান—

“এই ৯টি জঙ্গি ঘাঁটিকে বেছে নেওয়া হয়েছিল নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে। প্রতিটি ঘাঁটিকে প্রযুক্তিগত নিখুঁততায় সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।”

জঙ্গি ঘাঁটির তালিকা:

  1. শুভান আল্লাহ মসজিদ (লস্কর ঘাঁটি)
  2. বিলাল মসজিদ (জইশ প্রশিক্ষণ কেন্দ্র)
  3. কোটলি মসজিদ (লস্করের বেস)
  4. শিয়ালকোটে মেহমুনা জোয়া ক্যাম্প (হিজবুল ক্যাম্প)
  5. মুরদিকের মারকাজ তইবা (২৬/১১ জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র)

সাংবাদিক বৈঠকে প্রতিটি ঘাঁটির ছবি এবং হামলার সময়ের চিত্র তুলে ধরা হয়। স্পষ্ট জানানো হয়—

“এই অপারেশনে কোনও সাধারণ নাগরিক কিংবা পাকিস্তান সেনার ঘাঁটিতে আঘাত হানা হয়নি।”

অভিযানের লক্ষ্য ছিল জঙ্গি পরিকাঠামো ধ্বংস এবং ভবিষ্যতের হুমকি রুখে দেওয়া। রাষ্ট্রপুঞ্জও পহেলগাঁওয়ের ঘটনার নিন্দা করে জানিয়েছিল, ন্যায়বিচার প্রয়োজন। ভারত সেই ন্যায়বিচারই নিশ্চিত করতে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে।

More Related Articles

ঘরবদলের ইঙ্গিত? তৃণমূলে যোগদানের গুঞ্জনে মুখ খুললেন দিলীপ ঘোষ, চমকের অপেক্ষায় রাজনীতি
সংবাদ ও রাজনীতি
ঘরবদলের ইঙ্গিত? তৃণমূলে যোগদানের গুঞ্জনে মুখ খুললেন দিলীপ ঘোষ, চমকের অপেক্ষায় রাজনীতি

তৃণমূলে যোগদানের গুঞ্জনে মুখ খুললেন দিলীপ ঘোষ। রহস্যময় বার্তায় উত্তপ্ত রাজনীতি। ২১ জুলাইয়ের আগে কি চমক আসছে?

Read More »
jacqueline sukesh case
বিনোদন জগত
২০০ কোটি তছরুপ মামলা থেকে রেহাই নয়! হাই কোর্টে খারিজ জ্যাকলিন ফার্নান্ডেজের আর্জি, ইডি-র সামনে ফের বিপাকে অভিনেত্রী

২০০ কোটি টাকার আর্থিক তছরুপ মামলায় নিজের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছিলেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। দিল্লি হাই কোর্ট সেই আর্জি খারিজ করেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট জানায়, অভিনেত্রী সুকেশ চন্দ্রশেখরের কাছ থেকে একাধিক দামি উপহার গ্রহণ করেছিলে

Read More »
ঘূর্ণিঝড়-বন্যার ধাক্কা সত্ত্বেও কৃষিতে ঐতিহাসিক সাফল্য, ধান উৎপাদনে সর্বকালের রেকর্ড গড়ল বাংলা
সংবাদ ও রাজনীতি
ঘূর্ণিঝড়-বন্যার ধাক্কা সত্ত্বেও কৃষিতে ঐতিহাসিক সাফল্য, ধান উৎপাদনে সর্বকালের রেকর্ড গড়ল বাংলা

ঘূর্ণিঝড় ও বন্যার ধাক্কা সত্ত্বেও রেকর্ড ধান উৎপাদন করে নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা প্রকাশ, কৃষকদের জয়গান।

Read More »
error: Content is protected !!