মুম্বইয়ের এক সাংবাদিক সম্মেলনে বাংলায় প্রশ্ন উঠতেই কেন আপত্তি করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? অবশেষে সেই বিতর্কে নিজের অবস্থান জানালেন টলিউডের ‘মেগাস্টার’।
বলিউডি ছবির সাংবাদিক সম্মেলনে গিয়ে নয়া বিতর্কে জড়িয়েছেন টলিউডের আইকন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মুম্বইয়ে ‘মালিক’ ছবির প্রচারে গিয়ে এক সাংবাদিক তাঁকে বাংলায় প্রশ্ন করতেই অভিনেতা বলেন, “এখানে বাংলায় কথা বলার প্রয়োজন কী?” — আর এতেই শুরু বিতর্কের ঝড়। নেটপাড়ায় ছড়িয়ে পড়ে চরম সমালোচনা। অনেকেই তাঁর বক্তব্যে ‘বাংলা ভাষা অবমাননার’ গন্ধ খুঁজে পান। তবে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন বুম্বাদা।

প্রসেনজিতের ব্যাখ্যা: “অসম্মান নয়, ছিল পরিস্থিতির প্রয়োজনে বলায় বাধ্যতা”
সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্টে প্রসেনজিৎ লেখেন, “আমার বলা একটি বাক্য গত কয়েক দিন ধরে বিভ্রান্তি ছড়িয়েছে। আমি ৪২ বছর ধরে বাংলায় কাজ করছি। বাংলা আমার প্রাণের ভাষা। সেই ভাষাকে অসম্মান করার কথা কল্পনাতেও ভাবি না।”
তিনি ব্যাখ্যা করেছেন, অনুষ্ঠানে উপস্থিত অধিকাংশই বাংলাভাষী ছিলেন না। সকলেই ইংরেজি ও হিন্দিতে প্রশ্ন করছিলেন। সেই প্রেক্ষিতেই বাংলায় করা প্রশ্নে তিনি সংশয় প্রকাশ করেন, যাতে অন্যরাও বুঝতে পারেন প্রশ্ন-উত্তর।
তাঁর কথায়, “বাংলার এক প্রিয় সাংবাদিক আমাকে বাংলায় প্রশ্ন করেন। আমি তাঁকে ব্যক্তিগতভাবে বহু দিন ধরে চিনি ও শ্রদ্ধা করি। কিন্তু সেখানে উপস্থিত অনেকেই বাংলা জানতেন না। তাই আমি বলি, বাংলায় প্রশ্ন করার কী প্রয়োজন?”
“আমি দুঃখিত…”— প্রসেনজিতের আবেগঘন বার্তা

প্রসেনজিৎ জানান, তাঁর কথায় কেউ কষ্ট পেলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তাঁর লেখায় স্পষ্ট— “বাংলা আমার ভালবাসার ভাষা। এই ভাষাকে অসম্মান করব— এটা কল্পনাতীত। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।”
