আজ থেকেই ক্যামেরা চালু হল ‘রঘু ডাকাত’-এর জন্য! রহস্যময় এই ডাকাতকে কেউ ভয় পেত, আবার কেউ শ্রদ্ধা করত। অত্যাচারিতদের জন্য তিনি ছিলেন ত্রাণকর্তা। এবার সেই কিংবদন্তি কাহিনি এক অনন্য ভিজ্যুয়াল অভিজ্ঞতায় ধরা দেবে রূপালি পর্দায়।
SVF Entertainment এবং Dev Entertainment Ventures-এর যৌথ প্রযোজনায় নির্মিত ‘রঘু ডাকাত’ পরিচালনা করছেন ধ্রুব ব্যানার্জি। এই ছবিতে অভিনয় করছেন দেব, অনির্বাণ ভট্টাচার্য, ইধিকা পাল, সোহিনী সরকার এবং রূপা গাঙ্গুলি। ছবির বিশাল মাপের সেট ডিজাইন, বিশেষ করে ১০০ ফুট লম্বা সেট, দর্শকদের জন্য এক অভূতপূর্ব ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে।
এই বছরের দুর্গাপুজো উপলক্ষে মুক্তি পেতে চলা ‘রঘু ডাকাত’ হতে চলেছে উৎসবের অন্যতম বড় আকর্ষণ! চোখ রাখুন—এটাই শুধুমাত্র শুরু!
Post Views: 12