টলিউডে নেমেছে শোকের ছায়া। প্রখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায়ের বোন ঝুমা রায় আর নেই। বৃহস্পতিবার সকালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন তিনি। ইন্ডাস্ট্রিতে শিশুশিল্পী হিসাবে পরিচিত এই মুখটি আজ অতীত। ছোটবেলায় ‘রুমকি-ঝুমকি’ নামে দুই বোনের জুটি এক সময়ের টেলিভিশন এবং মঞ্চ পরিবেশনায় ছিল দারুণ জনপ্রিয়। সেই স্মৃতি আজ শুধুই কষ্টের খতিয়ান।

দেবশ্রী রায়ের সঙ্গে মিলে বহু অনুষ্ঠানে পারফর্ম করতেন ঝুমা। মাত্র আড়াই বছর বয়স থেকেই নাচের শুরু, এরপর ধীরে ধীরে অভিনয়ের জগতে প্রবেশ। যদিও ঝুমা পর্দার সামনে খুব বেশি সক্রিয় ছিলেন না, তবু রুমকি-ঝুমকি জুটির নাম আজও বহু মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে।

দক্ষিণ কলকাতার বাড়িতে থাকতেন ঝুমা। হঠাৎ করেই তাঁর মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন অভিনেত্রী দেবশ্রী রায়। এখনও পর্যন্ত তিনি এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া না দিলেও ঘনিষ্ঠ মহলে গভীর শোকের ছাপ স্পষ্ট।
ঝুমার মৃত্যুর খবর পাওয়ার পর মুম্বই থেকে কলকাতায় রওনা হয়েছেন দেবশ্রীর দাদা রাজা মুখোপাধ্যায়, যিনি বলিউড অভিনেত্রী রানী মুখোপাধ্যায়ের দাদা। কারণ, ঝুমা ছিলেন তাঁদের মাসি।
মাত্র কিছু দিন আগেই একটি ঘরোয়া অনুষ্ঠানে দুই বোনকে গান গাইতে দেখা গিয়েছিল। সেই আনন্দের মুহূর্তই আজ শুধুই স্মৃতি। বলাই বাহুল্য, দেবশ্রী-ঝুমা জুটির আর কখনও দেখা মিলবে না একসঙ্গে। শিল্পজগত হারাল এক মূল্যবান সম্পর্ক, একটি সোনালি যুগের স্মৃতি।