বলিউড অভিনেতা সেফ আলী খান জখম জানতে পারা গিয়েছে তার উপরে হামলা করা হয়েছে। বাড়িতে লুটপাট হয়েছে। আহত অভিনেতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানতে পারা গিয়েছে, ব্যান্ডার বাড়িতে চুরির সময় এমন ঘটনা ঘটে। চোরকে আটকাতে গিয়েই হাতাহাতি এবং হামলার মুখে পড়েন সাইফ আলী খান। এরপর গুরুতর আহত অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সংকট মুক্ত এমনই হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে।
জানা গিয়েছে সাইফ আলী খানের উপর বুধবার রাতে হামলা করে এক চোর। রাত আড়াইটা নাগাদ চোর বাড়িতে ঢুকে। আলমারি খুলে চুরি করছিল, এমন সময় শব্দ হয়। তাতে জেগে যান পরিচালকরা। তারা চিৎকার করলে চোর পালানোর চেষ্টা করে। সেই সময় ঘর থেকে বেরিয়ে আসুন অভিনেতা। চোরের সঙ্গে মুখোমুখি হয়ে যান তিনি। ভয় পেয়ে চোর সাইফ আলী খানের উপর হামলা করে। তাকে ছুরি মেরে পালায়। জানা গিয়েছে ছয় বার চুরি কোপ মারা হয়েছে স্যারকে।
সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে উদ্ধার করে, মুম্বাইয়ের লীলাবতীর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন অভিনেতা। লীলাবতী হাসপাতালে ডক্টর নিরজ উত্তমানি জানিয়েছেন, রাত সাড়ে তিনটে নাগাদ সাইফ আলী খানকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরে ছটি ছুড়ির আঘাত রয়েছে। এর মধ্যে দুটি ক্ষত গভীর। শিরদারার পাশে একটি আঘাত রয়েছে।
এদিকে গোটা ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা নিয়ে । কি করে একজন সেলিব্রিটির বাড়ির মধ্যে রাতে চোর ঢুকে পড়ে এবং বলিউড অভিনেতার উপরেই ছুরি দিয়ে হামলা করে? তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই মুম্বাইয়ের ক্রাইম ব্রাঞ্চে অভিযোগ জানানো হয়েছে। চোর খোঁজার তল্লাশি শুরু করেছে। আশেপাশের সিসিটিভি ফুটেজ খুঁজছি দেখা হচ্ছে। পরিচালকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বর্তমানে অভিনেতার বাড়িতে পুলিশ আধিকারিকরা আছেন। ঘটনা কেন হল? কেমন করে হয়? এই সমস্ত বিষয় নিয়েই চলছে বিশ্লেষণ।