দক্ষিণ দিনাজপুর, ২৬ জানুয়ারি:
বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার জন্য মাঘ মাসের পঞ্চমী তিথি বরাবরই বাঙালির কাছে বিশেষ। প্রতিবছরের মতো এবারও দক্ষিণ দিনাজপুর জেলায় মৃৎশিল্পীরা দিনরাত পরিশ্রম করে তৈরি করছেন বাগদেবীর প্রতিমা। আর মাত্র ৭ দিন পর বিদ্যার দেবীর আরাধনায় মেতে উঠবে গোটা জেলা।

প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত মৃৎশিল্পীরা
জেলার আটটি থানার অন্তর্গত শহর ও গ্রামের পালপাড়াগুলোতে এখন কর্মব্যস্ততার চূড়ান্ত পর্যায়। খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমাগুলোকে মাটির প্রলেপ দিয়ে শুকানো হচ্ছে রোদে। এরপর শুরু হবে রঙ এবং অলঙ্কার পরানোর কাজ। বুনিয়াদপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পী জয় পালের মতে, “এক একটি প্রতিমার দাম ২০০ টাকা থেকে শুরু করে ১২-১৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। অনেকেই তাদের পছন্দ মতো অর্ডার দিচ্ছেন।”


সরস্বতী পুজোর সাংস্কৃতিক দিক
সরস্বতী পুজো মানেই বাঙালির “ভ্যালেন্টাইন্স ডে”। ছেলেমেয়েরা পুজোর আগে নিজেদের সাজগোজে ব্যস্ত। শহরের নামিদামি পার্লার থেকে শুরু করে বাড়ির ছোটখাটো প্রস্তুতি, সবকিছুতেই এখন উন্মাদনা।


মৃৎশিল্পীদের চ্যালেঞ্জ এবং আশা
মৃৎশিল্পীরা জানাচ্ছেন, সারাবছর প্রতিমা তৈরি করলেও সরস্বতী পুজোতে চাহিদা থাকে অনেক বেশি। অর্ডারের চাপ সামলাতে দিনরাত পরিশ্রম করছেন তারা। সঠিক সময়ে প্রতিমা সরবরাহ করাই তাদের মূল লক্ষ্য।

