দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথমবার এত গুরুতর অসুস্থতা। স্নায়ুর সমস্যা, পটাশিয়ামের আধিক্য, সংক্রমণ ও উচ্চ রক্তচাপে ভুগছেন দমদমের সাংসদ সৌগত রায়। স্থিতিশীল হলেও শারীরিক অবস্থা সঙ্কটজনক। চিকিৎসায় গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড।
তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও দমদম লোকসভার সাংসদ সৌগত রায়ের শারীরিক অবস্থা উদ্বেগজনক। প্রায় এক সপ্তাহ ধরে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ২২ জুন হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই ধীরে ধীরে শরীরের বিভিন্ন অঙ্গে জটিলতা ধরা পড়ে।
দীর্ঘদিন ধরেই অনিদ্রা ও উচ্চ রক্তচাপে ভুগছেন সৌগত। তার ওপর পিঠের ব্যথা এবং স্নায়ুর সমস্যাও দেখা দিয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, সোমবার থেকে পরিস্থিতি আরও জটিল রূপ নিয়েছে। সৌগতের শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়েছে, দেখা দিয়েছে শ্বাসনালির সংক্রমণ। রাইস টিউব দিয়ে তাঁকে আহার করানো হচ্ছে। ইনসুলিন দেওয়া হচ্ছে, কিডনি সমস্যা বেড়েছে, উচ্চ রক্তচাপও অনিয়ন্ত্রিত।
সাংসদের চিকিৎসায় গঠিত হয়েছে একটি বিশেষ মেডিক্যাল বোর্ড। রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাঃ মনোজ সাহা, সঙ্গে বৈভব শেঠ, অরিন্দম মৈত্র ও রাহুল জৈনের মতো অভিজ্ঞ চিকিৎসকরা। তাদের তত্ত্বাবধানে চলেছে চিকিৎসা।
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, সাংসদের কথা বলার সময় জড়িয়ে যাচ্ছে, মানসিক ও শারীরিকভাবে তিনি দুর্বল হয়ে পড়েছেন। পিঠের তীব্র ব্যথা তাঁর চলাফেরাও সীমিত করে দিয়েছে।
এর আগেও মার্চ মাসে লোকসভা অধিবেশন শেষে দিল্লিতে অসুস্থ হয়ে পড়েছিলেন সৌগত। তখনও তাঁকে হুইলচেয়ারে বসিয়ে সংসদ ভবন থেকে বের করে নিয়ে যাওয়া হয়। রামমনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, যদিও ভর্তি করতে হয়নি।
তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে এই প্রথম শারীরিক পরিস্থিতি এতটা সঙ্কটজনক হয়ে উঠেছে। সহকর্মী, রাজনৈতিক সতীর্থ ও সাধারণ মানুষ সৌগত রায়ের দ্রুত আরোগ্য কামনা করছেন।