The Indian Chronicles প্রতিবেদন | ৩০ জুন, ২০২৫
কেরলের কোঝিকোড়ে অনুষ্ঠিত হল বাম ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার (SFI) ১৮তম সর্বভারতীয় সম্মেলন। আর এই সম্মেলনেই সংগঠনের সর্বোচ্চ পদ—সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গের সৃজন ভট্টাচার্য। বাম রাজনীতির ইতিহাসে যা এক গুরুত্বপূর্ণ মোড়, বিশেষত ছাত্র আন্দোলনের পরবর্তী নেতৃত্ব তৈরির ক্ষেত্রে।

সিপিএমের ছাত্র সংগঠন হিসেবে SFI বহুদিন ধরেই জাতীয় রাজনীতিতে বাঙালি ছাত্রনেতাদের নেতৃত্বে দেখেছে। এই ধারারই ধারাবাহিকতায় আরও একবার সামনে এল সৃজনের নাম। তাঁর সঙ্গে সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হয়েছেন কেরলের আদর্শ এম সাজি। আগের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস এবং সভাপতি ভিপি সানু এই সম্মেলনের পর অব্যাহতি পেয়েছেন।

কে এই সৃজন ভট্টাচার্য?
সৃজন ভট্টাচার্য একজন পরিচিত ছাত্রনেতা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। তিনি ২০২১ সালে সিঙ্গুর বিধানসভা ও ২০২৪ সালের যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বামফ্রন্টের প্রার্থী হিসেবে লড়েছিলেন। যদিও ভোটে জিততে পারেননি, তবু ছাত্র রাজনীতিতে তাঁর সংগঠনের ভূমিকা এবং আদর্শিক অবস্থানকে কুর্নিশ জানিয়েছে সিপিএম নেতৃত্ব। এবার তাঁকে দেওয়া হল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গুরুদায়িত্ব।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Srijan-Bhattacharya.jpg)
ঐতিহাসিক প্রেক্ষাপট ও ধারাবাহিকতা
SFI-এর ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, বহুবার এই সংগঠনের সাধারণ সম্পাদকের পদে বাঙালি নেতাদের প্রাধান্য থেকেছে। বিমান বসু, সুজন চক্রবর্তী, শমীক লাহিড়ী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়—তালিকা বেশ দীর্ঘ। যদিও কিছু সময় হিমাচলের বিক্রম সিংহ বা কেরলের নেতৃত্ব সেই জায়গায় এসেছেন, কিন্তু সামগ্রিক ভাবে বাঙালি নেতাদের ওপর সংগঠনের ভরসা একাধিক বার প্রতিফলিত হয়েছে।
রাজনৈতিক ইঙ্গিত
বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট নতুন প্রজন্মের মুখ হিসেবে সৃজনকে আবার প্রার্থী করতে পারে। এবার তাঁর জাতীয় স্তরে সংগঠন পরিচালনার অভিজ্ঞতা সেই প্রস্তুতিতে বড় ভূমিকা নেবে। সূত্রের খবর, শীঘ্রই তিনি দিল্লিতে দায়িত্ব সামলাতে শুরু করবেন।