তৃণমূল কংগ্রেসের সাসপেন্ডেড নেতা এবং পেশায় চিকিৎসক শান্তনু সেন আর নামের পাশে ‘ডাক্তার’ লিখতে পারবেন না! রাজ্য মেডিক্যাল কাউন্সিল তাঁর চিকিৎসক হিসেবে রেজিস্ট্রেশন দুই বছরের জন্য বাতিল করেছে।
কারণ? ‘এফআরসিপি গ্লাসগো’ নামক একটি বিদেশি সাম্মানিক ডিগ্রি ব্যবহার করে শান্তনু নিজেকে চিকিৎসক বলে দাবি করছিলেন, কিন্তু সেই ডিগ্রির কোনো রেজিস্ট্রেশন কাউন্সিলের কাছে জমা দেননি। ওই ডিগ্রির প্রামাণ্যতা নিয়েও উঠেছে প্রশ্ন।
গত মাসেই এই বিষয়ে তাঁকে নোটিস পাঠিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। গতকাল তাঁকে তলব করা হয়, এবং পরে কাউন্সিল তাঁর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয়।
FRCP (Fellow of the Royal College of Physicians) একটি সম্মানসূচক উপাধি — যা চিকিৎসা প্র্যাকটিসের জন্য যথাযথ বৈধতা দেয় না। এই বিষয়ে গ্লাসগো কর্তৃপক্ষকে ই-মেল করেও স্পষ্ট উত্তর পায়নি রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
এই সিদ্ধান্তের পর শান্তনু আর প্রেসক্রিপশন লিখতে পারবেন না এবং আইনি ভাবে নিজেকে চিকিৎসক দাবি করতে পারবেন না।

রাজনৈতিক পটভূমি:
শান্তনু সেন দীর্ঘদিন রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সদস্য ছিলেন সরকারের প্রতিনিধি হিসাবে। কিন্তু আরজি কর মেডিক্যাল কলেজে আন্দোলনের সময় তাঁর অবস্থান ও মতামতের কারণে শুরু হয় বিতর্ক। এরপর তাঁকে তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করে এবং সরকারি পদ থেকেও অপসারণ করা হয়।
শান্তনুর স্ত্রীকেও দেখা গিয়েছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পাশে থাকতে। হাসপাতালের অন্দরে দুর্নীতির অভিযোগ তুলে সরকারের অস্বস্তিও বাড়িয়েছিলেন তিনি।
এবার সেই বিতর্কে যুক্ত হল চিকিৎসা লাইসেন্স বাতিলের ঘটনা — যা নিঃসন্দেহে রাজনৈতিক এবং চিকিৎসা মহলে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে।
SOURCE :
West Bengal Medical Council Notice (Public Domain)
TMC Internal Suspension Letter
Indian Medical Association Guidelines