The Indian Chronicles ডিজিটাল ডেস্ক:
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল শেফালি জারিওয়ালা শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন। মাত্র ৪২ বছর বয়সে তাঁর এই আকস্মিক মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে।

‘কাঁটা লাগা’ গানের মাধ্যমে দেশের প্রতিটি ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি। এছাড়াও তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৩’-এ অংশগ্রহণ করে আরও খ্যাতি অর্জন করেন।

সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার রাতেই হৃদরোগে আক্রান্ত হন শেফালি। সঙ্গে সঙ্গে তাঁকে বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তাঁর স্বামী অভিনেতা পরাগ ত্যাগী ও আরও কয়েকজন। তবে হাসপাতাল সূত্র জানায়, শেফালিকে মৃত অবস্থাতেই নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের এক রিসেপশন কর্মী জানিয়েছেন, “শেফালির মৃত্যু ঘটনাস্থলেই হয়েছিল। হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।”
বর্তমানে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ কুপার হাসপাতালে পাঠানো হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় তাঁর অনুরাগীরা ও বলিউড তারকারা সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করছেন।