কলকাতা হাই কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পর কেন্দ্রীয় আইন মন্ত্রক এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাঁর এই নিয়োগের ফলে দেশের শীর্ষ আদালতে বাঙালি বিচারপতির সংখ্যা বেড়ে দুই হলো। বর্তমানে বিচারপতি দীপঙ্কর দত্তও সুপ্রিম কোর্টের দায়িত্ব পালন করছেন।

বিচারপতি বাগচীর অভিজ্ঞতা ও কর্মজীবন
বিচারপতি জয়মাল্য বাগচী ২০১১ সালের ২৭ জুন কলকাতা হাই কোর্টে বিচারপতি হিসেবে যোগ দেন। ২০২১ সালে তাঁকে অন্ধ্রপ্রদেশ হাই কোর্টে বদলি করা হলেও, কয়েক মাস পরই তিনি আবার কলকাতা হাই কোর্টে ফিরে আসেন। তাঁর আইনি জ্ঞান ও দক্ষতার জন্য তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে মনোনীত হয়েছেন।

ভবিষ্যতে হতে পারেন প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে তাঁর কার্যকাল ২০৩১ সালের অক্টোবর পর্যন্ত থাকবে। তবে, ২০৩১ সালের ২৫ মে বিচারপতি কেভি বিশ্বনাথনের অবসরের পর বিচারপতি বাগচী ভারতের প্রধান বিচারপতি হওয়ার সুযোগ পেতে পারেন। যদিও তাঁর কার্যকাল স্বল্প সময়ের জন্য হবে, তবুও এটি বাংলার গর্বের মুহূর্ত হতে পারে।

বিচারপতি বাগচীর নিয়োগের তাৎপর্য
বিচারপতি জয়মাল্য বাগচীর সুপ্রিম কোর্টে নিয়োগ শুধুমাত্র ব্যক্তিগত কৃতিত্বই নয়, বরং এটি বাংলার বিচারব্যবস্থার জন্যও একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এর ফলে ভবিষ্যতে সুপ্রিম কোর্টে বাংলার প্রতিনিধি আরও দৃঢ় হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
— The Indian Chronicles