কলকাতা: তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক ভার্চুয়াল বৈঠকে সাসপেন্ড হওয়া নেতা ডা. শান্তনু সেনের উপস্থিতি ঘিরে দলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে কীভাবে তিনি অংশগ্রহণ করলেন, তা নিয়ে উঠছে প্রশ্ন।

তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি শান্তনু সেনকে ৬ বছরের জন্য সাসপেন্ড করেছিল। এর পরেও তাঁর এই বৈঠকে উপস্থিতি অনেকের চোখ কপালে তুলেছে। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে সমন্বয়ের জন্য এই বৈঠকের আয়োজন করেছিলেন। তবে শান্তনুর অংশগ্রহণে দলের অন্দরে বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

দলীয় মহলের একাংশ মনে করছে, এটা নিছকই একটি ভুল বা প্রযুক্তিগত ত্রুটি হতে পারে। তবে, অন্য একটি অংশের মতে, শান্তনু সেনের ফের দলে ফেরার সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও, এ বিষয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি।
এই ঘটনার পর দলীয় শৃঙ্খলা ও নিয়মাবলী নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শান্তনুর এই উপস্থিতি শুধুই কাকতালীয়, নাকি দলে ফিরে আসার ইঙ্গিত—এই নিয়েই তৃণমূলের অন্দরমহলে চর্চা তুঙ্গে।