কলকাতা, ৬ ফেব্রুয়ারি ২০২৫: এক দশক কেটে গেলেও, আদি, নয়নতারা, সিরাজ ও কোলির প্রেমকাহিনি আজও সমান আবেগপূর্ণ ও চিরন্তন। ভালোবাসার এই ঋতুকে আরও রঙিন করে তুলতে, SVF আবারও ফিরিয়ে আনছে রোম্যান্সের জাদু—‘শুধু তোমারই জন্য’ আসছে পুনঃমুক্তি পেতে ৭ই ফেব্রুয়ারি ২০২৫-এ, চলচ্চিত্রটির ১০ বছর পূর্তি উদযাপনে।

বীরসা দাশগুপ্ত পরিচালিত ও SVF প্রযোজিত এই সিনেমাটি প্রথম মুক্তি পেয়েছিল ১৬ই অক্টোবর ২০১৫-তে, দুর্গাপূজার মরশুমে। দেব, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী ও মিমি চক্রবর্তী অভিনীত এই ছবিটি প্রেম, আবেগ ও ভাগ্যের গল্পকে পর্দায় ফুটিয়ে তুলেছে, যা জীবনের কিছু অবিস্মরণীয় মুহূর্তকে অনবদ্যভাবে তুলে ধরে।
ভ্যালেন্টাইন সপ্তাহের শুরুতে, দর্শকদের আবারও সুযোগ করে দেওয়া হচ্ছে সেই আবেগ, হৃদয়স্পর্শী অভিনয় ও মন ছুঁয়ে যাওয়া সঙ্গীতের অনুভূতি ফিরে পাওয়ার, যা ‘শুধু তোমারই জন্য’ কে বাংলা সিনেমার অন্যতম মাইলফলক করে তুলেছে।
এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে চলেছেন আপনিও—আবারও ভালোবাসার রঙে রাঙিয়ে নিতে প্রস্তুত হোন!