দুর্গাপুজো ২০২৫ শুরু হতে আর

Days
Hours
Minutes
Seconds

দুর্গাপুজো ২০২৫ শুরু হতে আর

Days
Hours
Minutes
Seconds
Untitled design
Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)
Untitled design
Advertise your brand here -Contact 7603043747 (Call & Whatsapp)

আইন কলেজ ধর্ষণকাণ্ড ঘিরে চাপে তৃণমূল! বিজেপির রাস্তায় বিক্ষোভ, ঘরে কল্যাণ-মদন-মহুয়া দ্বন্দ্বে ক্ষতবিক্ষত দল

আইন কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় রাজনৈতিক চাপ বাড়ছে তৃণমূলের উপরে। বাইরে বিজেপির প্রতিবাদ, ভিতরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র ও মহুয়া মৈত্রের সংঘর্ষে অস্বস্তিতে শাসক দল। ঘটনার তদন্তে নেমেছে সিট, নারকীয় ঘটনার পুনর্নির্মাণ, ডিএনএ নমুনা সংগ্রহ সহ পুলিশি পদক্ষেপ চললেও রাজনৈতিক মেরুকরণ স্পষ্ট।

Table of Contents

Share Our Blog :

Facebook
WhatsApp
Tmc mp mahua moitra slammed kalyan banerjee madan mitra for their comments

কলকাতা, ৩০ জুন | The Indian Chronicles ডেস্ক:

পশ্চিমবঙ্গের রাজনীতির আকাশে এখন অস্থিরতার ঘনঘটা। কসবার একটি নামী আইন কলেজে এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে রাজ্যজুড়ে নিন্দার ঝড় উঠেছে। প্রশাসনিক স্তরে তদন্ত চলছে পুরোদমে, তবে রাজনৈতিক মহলে এই ঘটনা ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর বহুমুখী চাপ তৈরি হয়েছে।

বাইরে বিজেপির আন্দোলন, অভ্যন্তরে কলহ

ঘটনার পর থেকেই পথে নেমেছে বিরোধী দল বিজেপি। রবিবার গোলপার্ক থেকে গড়িয়াহাট পর্যন্ত মিছিল করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী ২ জুলাই কসবা অভিযানের ডাকও দিয়েছেন তিনি। শুধু কলকাতাই নয়, রাজ্যের নানা প্রান্তে বিজেপির মশাল মিছিলের ছবিও উঠে এসেছে।

বিজেপির তরফে এই ঘটনাকে তৃণমূল শাসিত প্রশাসনের ব্যর্থতা বলে দাবি করা হচ্ছে। তাদের বক্তব্য, অপরাধীদের রাজনৈতিক আশ্রয় রয়েছে, আর সেই কারণেই এই ধরনের ভয়ঙ্কর অপরাধ বারবার ঘটছে।

তদন্তের অগ্রগতি: পুলিশ ও সিট সক্রিয়

এই ঘটনায় দ্রুত তদন্তে নামে কলকাতা পুলিশ। গঠন করা হয় বিশেষ তদন্তকারী দল (SIT)। রবিবার অভিযুক্ত ও নির্যাতিতার ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। তার আগে শনিবার রাতেই ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। ক্যাম্পাসে প্রায় দু’ঘণ্টা ধরে চলে রিকনস্ট্রাকশন।

সূত্র বলছে, তদন্তে নামানো হয়েছে একজন মহিলা সাব ইনস্পেক্টর-সহ চার সদস্যকে। লালবাজার চায়, যাতে নিরপেক্ষ তদন্ত হয় এবং দোষীরা কোনোভাবেই রেহাই না পায়।

জাতীয় মহিলা কমিশনের তৎপরতা

রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। তিনি বলেন, ‘‘নির্যাতিতার বাবার সঙ্গে কথা হয়েছে। পরিবার জানিয়েছে, তারা এই মুহূর্তে সিবিআই তদন্ত চায় না, পুলিশের ওপরই আস্থা রয়েছে।’’

কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার কাছেও রিপোর্ট তলব করেছে কমিশন। তিন দিনের মধ্যে ঘটনার পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছে তারা।


শাসক দলে অন্তঃকলহ: কল্যাণ বনাম মহুয়া, পাশে মদন

তবে এই প্রশাসনিক চাপের পাশাপাশি শাসক দলের ভেতরেও শুরু হয়েছে চরম বিতর্ক। প্রথমে বিতর্ক তৈরি হয় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে। তিনি কার্যত ঘটনার গুরুত্বকে হালকা করে ব্যাখ্যা দেন, যা সমালোচনার জন্ম দেয়। এরপর মদন মিত্রের মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

তৃণমূলের তরফে জানিয়ে দেওয়া হয়, এই মন্তব্য দুই নেতার ব্যক্তিগত মত, দলের অবস্থান নয়। কিন্তু এতেই ফুঁসে ওঠেন কল্যাণ। সামাজিক মাধ্যমে পাল্টা মন্তব্যে সরব হন তিনি।

এরপর কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র নাম না করে এই দুই নেতার বিরুদ্ধেই তীব্র আক্রমণ করেন। তিনি লেখেন—

“ভারতে নারীবিদ্বেষ রাজনৈতিক গণ্ডি মানে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে বৈশিষ্ট্য— আমরা এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে সরব হই, তা সে যেই হোন না কেন।”

এই মন্তব্যে কল্যাণ আরও চটে যান। পাল্টা বলেন—

“আমি সব নারীকেই সম্মান করি, কিন্তু মহুয়া মৈত্রকে ঘৃণা করি। যাঁকে পার্লামেন্টের এথিক্স কমিটি বহিষ্কার করেছে, তাঁকে আমি ঘৃণাই করব।”

লোকসভায় এর আগেও কল্যাণ ও মহুয়ার মধ্যে বিতণ্ডা প্রকাশ্যে এসেছে। তবে এখন পরিস্থিতি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের ভাবমূর্তিকে বড়সড় ধাক্কা দিতে পারে বলেই রাজনৈতিক মহলের মত।


রাজনৈতিক বিশ্লেষণ: তৃণমূলের ভাবমূর্তির বড় চ্যালেঞ্জ

একদিকে ধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের সঙ্গে তৃণমূল যোগের অভিযোগ, অন্যদিকে দলের শীর্ষ নেতাদের মধ্যে প্রকাশ্য সংঘাত— সব মিলিয়ে চাপে তৃণমূল। এই মুহূর্তে শীর্ষ নেতৃত্বের পক্ষে দলীয় ঐক্য বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মহুয়া মৈত্রকে ঘিরে দলের ভেতরে যে দূরত্ব তৈরি হয়েছে, তা ভবিষ্যতে আরও বিস্ফোরক রূপ নিতে পারে। তৃণমূলের ভাবমূর্তি রক্ষায় শৃঙ্খলা বজায় রাখা এখন আবশ্যিক।


উপসংহার:

আইন কলেজের ভয়াবহ ঘটনায় রাজ্য প্রশাসন যথাসম্ভব পদক্ষেপ নিচ্ছে, কিন্তু রাজনৈতিক ব্যাকল্যাশ আরও জটিল চেহারা নিচ্ছে। এই মুহূর্তে তৃণমূলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ— প্রশাসনিক দায় এড়ানো নয়, বরং দলীয় নেতৃত্বের মধ্যকার মনোমালিন্য দ্রুত মিটিয়ে জনমানসে আস্থা ফিরিয়ে আনা।

More Related Articles

মাইক্রোপ্লাস্টিক কণা মানবদেহে প্রবেশ করছে এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে প্রভাব ফেলছে
স্বাস্থ্য ও রুপচর্চা
আমাদের দেহে মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য বিপদ যেটা নীরবে ক্ষতি করছে স্বাস্থ্যকে

মাইক্রোপ্লাস্টিক কীভাবে মানবদেহে প্রভাব ফেলে তা নিয়ে বিস্তৃত বিশ্লেষণ। জেনে নিন এই ক্ষুদ্র কণার ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায়।

Read More »
পঞ্চম টেস্টে ভারতের একাদশে বড় চমক, করুণ নায়ারকে দলে ফেরাতে পারেন গৌতম গম্ভীর
খেলা-ধুলা
পঞ্চম টেস্টে ভারতের একাদশে বড় চমক, করুণ নায়ারকে দলে ফেরাতে পারেন গৌতম গম্ভীর

পঞ্চম টেস্টে গম্ভীরের নেতৃত্বে করুণ নায়ারকে ফেরানো হতে পারে ভারতের একাদশে বড় চমক। জেনে নিন সম্ভাব্য ৪টি বড় পরিবর্তন।

Read More »
বিজয় দেবরাকোন্ডার কিংডম সিনেমার পোস্টার
বিনোদন জগত
কিংডম বক্স অফিস ডে ১ প্রেডিকশন: লিগারকে পেছনে ফেলে বিজয় দেবরাকোন্ডার কেরিয়ারের সবচেয়ে বড় ওপেনিং আসতে চলেছে!

বিজয় দেবরাকোন্ডার নতুন ছবি ‘Kingdom’ Day 1-এ লিগারকে টপকে দিতে পারে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় ওপেনিং নিয়ে।

Read More »
NotebookLM এর নতুন ভিডিও ওভারভিউ ফিচার ইন্টারফেসের স্ক্রিনশট
গ্যাজেট
NotebookLM-এর নতুন আপডেট: ভিডিও ওভারভিউ এবং আপগ্রেডেড স্টুডিও নিয়ে এল স্মার্ট নোট তৈরির এক নতুন যুগ

NotebookLM-এর নতুন ফিচার ‘ভিডিও ওভারভিউ’ ও আপগ্রেডেড Studio রিসার্চ ও কনটেন্ট তৈরির অভিজ্ঞতাকে আরও স্মার্ট করে তুলছে।

Read More »
শুবমান গিলের বড় ইঙ্গিত: পঞ্চম টেস্টে ২৬ বছরের খেলোয়াড়ের অভিষেক নিশ্চিত? কুলদীপ- বুমরাহ নিয়েও বড় আপডেট
খেলা-ধুলা
শুবমান গিলের বড় ইঙ্গিত: পঞ্চম টেস্টে ২৬ বছরের খেলোয়াড়ের অভিষেক নিশ্চিত? কুলদীপ- বুমরাহ নিয়েও বড় আপডেট

শুবমান গিল দিলেন ইঙ্গিত, পঞ্চম টেস্টে ২৬ বছরের খেলোয়াড়ের অভিষেক প্রায় নিশ্চিত। কুলদীপ ও বুমরাহ নিয়েও জানালেন বড় আপডেট।

Read More »
রাশিয়ার উপকূলে ভূমিকম্পের মানচিত্র
আন্তর্জাতিক খবর
রাশিয়ার ভূমিকম্প ও সুনামি সতর্কতা: চিলি জারি করল সর্বোচ্চ সতর্কতা, উপকূলীয় অঞ্চল জুড়ে আতঙ্ক

রাশিয়ার ভূমিকম্পের পর চিলি জারি করেছে সর্বোচ্চ সুনামি সতর্কতা। জানুন বিস্তারিত ঘটনা ও সম্ভাব্য ঝুঁকির দিক।

Read More »
error: Content is protected !!
লুকিয়ে থাকা প্রতিভার মঞ্চ শারদ তিলোত্তমা (2)