বিধানসভা নির্বাচন ২০২৬-এর ঠিক আগে তৃণমূল কংগ্রেস একের পর এক চাঞ্চল্যকর ঘটনার কারণে প্রবল চাপে। আরজি কর, কালীগঞ্জ, কসবা কলেজের গণধর্ষণের মতো ঘটনাগুলির মাঝেই এবার দলের অন্দরেরই ভয়াবহ অভিযোগ সামনে আনলেন টিএমসিপি-র প্রাক্তন নেত্রী রাজন্যা হালদার।
রাজন্যার দাবি, Kasba Law College-এর গণধর্ষণ-কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে এর আগেও অশালীনতার অভিযোগ উঠেছে, যা বহুজনের জানা। শুধু তাই নয়, রাজন্যার নিজের কণ্ঠেই উঠে এসেছে দলীয় ‘দাদা সংস্কৃতি’র অভিযোগ — যেখানে ক্ষমতাসীন কিছু পুরুষ নেতা নিজেদের প্রভাব খাটিয়ে মেয়েদের উপর কর্তৃত্ব ফলায় এবং নানা প্রতিশ্রুতি দেখিয়ে তাদের সম্মানহানি করে।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, AI ব্যবহার করে তৈরি করা রাজন্যার একটি অশ্লীল ছবি দলেরই একাংশ ‘দাদা’রা নিজেদের জুনিয়রদের ফোনে ছড়িয়ে দেয়। তাঁর কথায়, “এই দাদাদের কোনও দল হতে পারে না। তবুও বলছি, ওরা তৃণমূলের নাম ভাঙিয়ে এসব করছে।”
রাজন্যা আরও জানিয়েছেন, অভিযুক্ত মনোজিৎ নিজের প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও নিজেই ছড়িয়েছিল, যা তার বিকৃত মানসিকতার প্রমাণ। যদিও তাঁর সঙ্গে মনোজিতের খুব একটা ঘনিষ্ঠতা ছিল না, তবে সাংগঠনিক এবং সাংস্কৃতিক কাজের সূত্রে পরিচয় ছিল দীর্ঘদিনের।

তিনি ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, “যদি আমি এতকিছু টুকরো টুকরোভাবে জানতে পারি, তাহলে যারা বছরের পর বছর ধরে সংগঠনের শীর্ষে রয়েছে, তারা কিছু জানত না?”
তাঁর দাবি, এই ‘দাদা সংস্কৃতি’ বন্ধ না হলে মেয়েদের নিরাপত্তা তৃণমূলের অন্দরেই বিপন্ন হয়ে পড়বে।
তবে রাজন্যার এমন বিস্ফোরক মন্তব্য নিয়েও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ‘Talk to Mayor’ অনুষ্ঠানে প্রশ্ন করা হলেও বিষয়টি এড়িয়ে যান তিনি।