বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজ চাকরী চলে গেছে ববিতা সরকারের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশে ববিতা সরকার চাকরি করতে পারবেন না।কারন বোর্ড তাকে এক নম্বর বেশী দিয়েছে এবং চাকরির সব ক্ষেত্রের নিয়ম তিনি বজায় রাখতে পারেননি।
তার জায়গাতে শিলিগুড়ির আরেক চাকরি প্রার্থী অনামিকা রায় কে চাকরি দেওয়া হোক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ সরাসরি পেয়ে ছিলেন ববিতা সরকার এবং তার পরিবারের সদস্যরা।যদিও ববিতা সরকার তার এই বরখাসত হওয়া নিয়ে কোন মন্তব্য করতে চান নি।
তবে তার মুখ দেখে একটা জিনিসই বোঝা যায় তিনি এতটা আশা করেন নি।তিনি শুধুমাত্র জানান এই বিষয় শুধুমাত্র আদালতের বিষয় এ নিয়ে আমি কোন মন্তব্য করব না। আদালত যেটা ভালো বুঝেছে সেটা করেছে তার জায়গাতে চাকরির খাতায় নাম উঠল অনামিকা সাহার।
ববিতা সরকার অভিনন্দন জানিয়ে ছিলেন অনামিকা আশাকরি আমার সাথে যা ঘটল তোমার সাথে তা ঘটবে না। তোমাকে জন্য থাকল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। তোমার চাকরির জীবন দীর্ঘস্থায়ী হোক এই আশা রাখি।এটা আমার দুর্ভাগ্য যে আমি চাকরি পেয়েও চাকরি হারালাম তবে এ নিয়ে আমার বিন্দুমাত্র কোন অভিযোগ নেই।আমি নতুন করে সবকিছু শুরু করতে চাই বলে জানালেন ববিতা সরকার।
তবে জানা গেছে মুখে বললেও মেনে নিতে পারেন নি ববিতা সরকার।চাকরি চলে যাওয়াতে হতাশ তিনি। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন যদি তাই হয় তাকে চাকরি দেওয়া হল কেন। আদালতের আগের থেকেই দেখা উচিত ছিল।
তিনি জানিয়েছেন আমি কারো ক্ষতি চাই না।তবে আমি নিজে কেন ক্ষতিগ্রস্থ হব। আমি আবার লড়াই করব জানালেন তিনি।