চিনতে পারছেন না তো? খুব স্বাভাবিক। বিখ্যাত পোষাক প্রস্তুতকারী সংস্থা Dior এর এই মডেল কিন্তু আপনার আমার ভীষন পরিচিত।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল সৃজিত মুখার্জী পরিচালিত “উমা”। সুদুর সুইজারল্যান্ডে একটি প্রবাসী বাঙালি পরিবারের ছোট্ট কিশোরী উমা দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। অন্যদিকে বাবা ও মায়ের বিচ্ছেদ। বাবার হৃদয়ের মনি উমা বাবার কাছেই বড় হতে হতে আক্রান্ত হয় দূরারোগ্য ব্যাধিতে। হাতে সময় খুব কম, সেই সময় উমা আবদার করে কলকাতার দুর্গা পুজো দেখার। কিন্তু দুর্গা পুজোর তো অনেক দেরী। বাবা, তার অসুস্থ মেয়ের আবদার রাখতে তার সারা জীবনের সব সঞ্চয় বাজী রেখে কলকাতায় কৃতিম ভাবে দুর্গা পুজোর আয়োজন করেন। আলো দিয়ে সাজিয়ে তোলেন শহরের একাংশ।…… বাকি টা আপনাদের সকলের জানা। সেই মন ছুঁয়ে যাওয়া গল্পে উমার চরিত্রে অভিনয় করে আপামোর বাঙালি কে অবাক করে দিয়েছিল বাংলার জনপ্রিয় অভিনেতা জিশু সেনগুপ্তের কন্যা সারা সেনগুপ্ত।
এই সেই ছোট্ট সারা। সম্প্রতি মুম্বাইতে বিখ্যাত পোশাক প্রস্তুতকারক DIOR ব্র্যান্ডের হয়ে র্যাম্পে হাটলেন জিশু কন্যা সারা। অনেকটাই বড় হয়েগেছে সারা। প্রথম সিনেমা করার পর তার এটাই প্রথম বিজ্ঞাপনী কাজ। কিন্তু কলকাতার পরেই মুম্বাইয়ের ফ্যাশন জগতে পা রাখাটাকে একটা বড় পদক্ষেপ বলেই মনে করছেন বিনোদন জগতের বিশিষ্ট জনেরা। আগামী দিনে জিশু কন্যা সারা, তার অভিনয় দক্ষতা দিয়ে অনেককেই পিছনে ফেলবে এটা ছিল তার হালকা ইশারা মাত্র।