বাঁকুড়াঃ বেশ কয়েকদিন ধরে একটি রেসিডেন্সিয়াল হাতির তান্ডবের অতিষ্ঠ হয়ে পড়েছে ১৫ টি গ্রামের মানুষ। দীর্ঘ দুমাস যাবত। প্রতিটি রয়ে গেছে জাম্বনির জঙ্গলে আর যার ফলে সমস্যায় পড়তে হয়েছে এলাকার চাষীদের রাত্রি হলেই মাঠে লাগানো ফসল খেতে বেরিয়ে আসে জঙ্গল থেকে ওই হাতিটিটি গতকাল এবং আজ সকালে গড়বেতা বিক্রমপুর রাজ্য সড়কের উপর জাম্বনির মোড়ে হাতিটি আড়াই ঘণ্টা ধরে রাস্তা আগলে ছিল যার ফলে যাত্রী ভাই বাস সহ সাধারণ মানুষদের যাতায়াতের সমস্যা সৃষ্টি হয়েছিল
এলাকার মানুষজন বারবার বনদপ্তরের আধিকারিকদের জানালেও সুরাহা কিছু মেলেনি স্থানীয় বাসিন্দাদের দাবি খেতে কুমড়ো লাগানো হয়েছিল হাতিতে সমস্ত কুমড়ো নষ্ট করে দিয়েছে আবার নতুন করে গাছ লাগাতে বাধ্য হয়েছি আমরা। পাশাপাশি বনদপ্তরকে জানালে বনদপ্তর একটি হাতি থাকায়। সেটিকে অন্যত্র নিয়ে যেতে পারছে না। মাঝে মাঝে পশ্চিম মেদিনীপুরের জঙ্গল দিকে হাতি দিকে নিয়ে যায় বনদপ্তর পুনরায় আবার সেই হাতিটি বাঁকুড়া জামবনী জঙ্গলে ফেরত চলে আসে। যার ফলে সমস্যায় পড়েছে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা তরুণ রক্ষিত আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে বললেন গত কাল সকাল সাড়ে পাঁচটা থেকে ৭:৩০টা ও আজ সকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত রাস্তা আটকেছিল হাতিটি।