এবার “বাংলা ভাষায়” সতর্কীকরন বার্তা ঘোষনা Air Asia -র বিমানে। এই নজির কলকাতা বিমানবন্দরে এই প্রথম বলেই মনে করা হচ্ছে।
এর আগে কলকাতা আন্তর্জাতিক বিমান বন্দরে যেকোন বিমানে উঠলে যাত্রীদের উদ্দেশ্যে যে সতর্কীকরন ঘোষনা করা হত তা শুধুমাত্র ইংরাজী ও হিন্দি ভাষাতেই করা হত। পরবর্তীকালে বিমান সেবিকাদের অনেক যাত্রী সেই সতর্কীকরন বার্তা বুঝতে না পারার অভিযোগ তুলতেন।
এবার যাত্রীদের সেই অভিযোগের ভিত্তি করেই বেসরকারি বিমান সংস্থা Air Asia বাংলা ভাষাকেও যোগ করলেন সতর্কীকরন বার্তা ঘোষনা করতে। সেই ভিডিও এবার টুইটারে ভাইরাল করলেন জনৈক ব্যাক্তি। আপনাদের জন্য রইলো সেই টুইটারের অসম্পাদিত লিঙ্ক।
Wonderful Thing Heared on @AirAsiaIndia Flight from Kolkata to Bagdogra, the announcements are done in Bengali, Great thing Air Asia 🙏👍❤️ I Loved It. 😊 @aaikolairport @aaibagairport pic.twitter.com/diScrOadsM
— West Bengal With Rohit (@bengalwithrohit) January 29, 2023