গোটা বিশ্বের কাছে ভারতবর্ষ তার নানান ঐতিহাসিক কারনে আকর্ষনের কেন্দ্র বিন্দু। ভারতের উত্তর থেকে দক্ষিন, পূর্ব থেকে পশ্চিম সমগ্র দেশ জুড়ে রয়েছে দর্শনীয় স্থান। বারো মাসের তেরো পার্বন ঘিরে নানান ধর্মীয় উৎসবে মেতে এঠে এই দেশ। এত জাতি ও ধর্মের সম্মন্বয় অন্য কোন দেশেও দেখা যায়না। তাই প্রায় সারাটা বছর ধরেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমন পিপাসু মানুষরা আসেন ভারতবর্ষে। এছাড়াও ব্যাবসা বানিজ্যেও ভারতবর্ষ কে বাদ দিলে পৃথিবীর বাদবাকি দেশ গুলি প্রায় পঙ্গু বলাই ভালো। কিন্তু এত কিছুর পরও ভারতের প্রায় প্রতিটি জায়গাতেই দেখা যায় ভিখারির উৎপাত। এই কারনেই আজও এতকিছুর পরেও বিদেশীদের কাছে ভারতবর্ষ গরীব দেশ বলে আখ্যায়িত হয়।
এবার দেশ কে ভিখারি মুক্ত করতে প্রথম উদ্যোগ নিলো মহারাষ্ট্র সরকার। এই নতুন উদ্যোগে সরকারি সিলমোহর পড়ে গিয়েছে। নোটিশ পাঠানো হয়েছে মহারাষ্ট্রের প্রতিটি নাগরিকদের। সরকারি ভাবে নিষিদ্ধ করা হল ভিক্ষাবৃত্তি। মহারাষ্ট্রের কোন রাস্তায় প্রকাশ্যে ভিক্ষা করা যাবে না। বিশেষ নজর দিতে বলা হয়েছে পুলিশ প্রশাসন কেও। প্রকাশ্যে ভিক্ষা করতে দেখলেই তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করা হবে এরকমই নির্দেশ জারি করা হয়েছে, এরকমটাই জানিয়েছেন নাগপুর পুলিশ কমিশনার অমিতেশ কুমার।
Maharashtra | A new initiative called ‘beggar-free city’ is being started. Notification of 144 CrPC has been issued in this regard. Notices have been served to people. We will strictly enforce this & begging will not be allowed in public places: Amitesh Kumar, CP, Nagpur (09.03) pic.twitter.com/mpqJz2A3iT
— ANI (@ANI) March 9, 2023